SSC Protest: ধুন্ধুমার করুণাময়ীতে! ২০২২ টেট উত্তীর্ণদের বিক্ষোভে পুলিশি ধরপাকড়! চ্যাংদোলা করে তোলা হল গাড়িতে
- Published by:Salmali Das
- news18 bangla
- Reported by:Priti Saha
Last Updated:
SSC Protest: আজ, মঙ্গলবার ফের রাজপথে ২০২২ সালের টেট উত্তীর্ণরা। প্রাথমিকে ৫০ হাজার নিয়োগের দাবিতে এদিন টেট উত্তীর্ণদের পর্যদ অফিস অভিযান ছিল। তার জন্য সকাল থেকে করুণাময়ীতে জমায়েত করেন হাজার হাজার চাকরিপ্রার্থী।
কলকাতাঃ আজ, মঙ্গলবার ফের রাজপথে ২০২২ সালের টেট উত্তীর্ণরা। প্রাথমিকে ৫০ হাজার নিয়োগের দাবিতে এদিন টেট উত্তীর্ণদের পর্যদ অফিস অভিযান ছিল। তার জন্য সকাল থেকে করুণাময়ীতে জমায়েত করেন হাজার হাজার চাকরিপ্রার্থী। কিন্তু মেট্রো স্টেশনের বাইরেই শুরু হয়ে যায় পুলিশি ধরপাকড়। জমায়েত হতে না হতেই আন্দোলনকারীদের চ্যাংদোলা করে রীতিমতো গাড়িতে তোলার চেষ্টা করে পুলিশ।
আরও পড়ুনঃ ভুতুড়ে ভোটার খুঁজতে নজরে সাইবার ক্যাফে! কলকাতা-সহ কোন কোন জেলা কমিশনের স্ক্যানারে?
২০২২ প্রাথমিক টেট পাস চাকরিপ্রার্থী আন্দোলন শুরু করার আগেই পুলিশের ধর পাকর। মেট্রো স্টেশন থেকে বের হতেই তাদের বাসে তুলে তুলে দেওয়া হল। যাতে মিছিল শুরুই না করতে পারেন তার জন্য একেবারে প্রস্তুত। রাফ নামানো হয়েছে। মেট্রোরর বাইরে পুলিশের অপেক্ষা। কিন্তু ভিতরে অন্য ছবি। কার্যত গর্জনে কেঁপে উঠছে ভিতর। চাকরির প্রার্থীরা ভিতরেই তুলছে স্লোগান।
advertisement
advertisement
বিকাশ ভবনের সামনে লোকজন যখন কথা বলতে এসেছিল সেই সময় একজনকে জোর করে পুলিশ আটক করেন সেই নিয়ে ব্যাপক ঝামেলা হয়। বেশ কয়েকজন চাকরিপ্রার্থী অসুস্থ হয়ে পড়েন। রাস্তায় লুটিয়ে পড়েন তাঁরা। আন্দোলনকারীদের দাবি, এতগুলো বছর ধরে তাঁরা অপেক্ষা করছেন। কিন্তু এখনও পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াই শুরু হয়নি। করুণাময়ীতে এই মুহূর্তে হাজার হাজার চাকরিপ্রার্থীর ভিড়। এখনও আটক ৩০০জন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 19, 2025 2:36 PM IST