জানা গিয়েছে, দিনকয়েক আগে দিনহাটা মহকুমার কুর্শারহাটের ভোলানাথপুর এলাকায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। তার শরীর ক্ষতবিক্ষত ছিল। এরপর তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তি স্থানীয় শ্মশানে থাকতেন। তিনি ভবঘুরে।
advertisement
অন্যদিকে সোমবার আরও এক নৃশংস খুনের ঘটনার খবর পাওয়া গিয়েছে৷ মুম্বাইয়ে লোহার হাতুড়ির আঘাতে নৃশংসভাবে মুর্শিদাবাদের রানিতলা থানার হাজীগঞ্জ এলাকার পরিযায়ী শ্রমিক রেন্টু শেখকে খুনের অভিযোগ। জীবিকার তাগিদে ভিন রাজ্যে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যুর খবরে শোকস্তব্ধ গোটা গ্রাম।
সোমবার সকালে রেন্টু শেখের নিথর দেহ গ্রামে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ও প্রতিবেশীরা। গ্রামের প্রতিটি বাড়িতে নেমে আসে শোকের ছায়া। যিনি পরিবারের একমাত্র ভরসা ছিলেন, তাঁর এই অকালপ্রয়াণে পরিবার আজ দিশেহারা। এলাকার মানুষের মুখে একটাই প্রশ্ন—ভিন রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা কোথায়?
এই ঘটনার পর সোমবার দুপুরে হাজীগঞ্জে পৌঁছান কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং সংবাদমাধ্যমকে জানান, যে স্থানে মুম্বাইয়ে রেন্টু শেখকে খুন করা হয়েছে, সেখানকার সংসদ সদস্যের সঙ্গেও তিনি কথা বলেছেন। দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলেন তিনি।
