Mole: ‘কোটিপতি’ হওয়ার লক্ষণ! শরীরের ঠিক এই জায়গায় তিল থাকলেই হাতে আসবে মুঠো মুঠো টাকা, ভাগ্যের রহস্য খুলে দেবে ছোট্ট তিল
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Astrology Lucky Mole: কাশীর জ্যোতিষাচার্য বিকাশ পাণ্ডে জানালেন দেহের কোন অঙ্গে তিল থাকা শুভ৷ কোন অঙ্গে, ঠিক কোথায় তিল থাকলে তা বলে দেয় ওই ব্যক্তির জীবনে কখনও ধনসম্পদের অভাব হবে না৷ ‘কোটিপতি’ হওয়ার লক্ষণ এই তিল৷ ব্যক্তির হাতের মুঠোয় থাকবে টাকা৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পাশাপাশি জ্যোতিষাচার্য সাবধানও করলেন৷ তিনি জানালেন যাঁদের মুঠোর মধ্যে তিল থাকে, তাঁদের কিছু বিষয়ে বিশেষ খেয়াল রাখা উচিত। এ ধরনের ব্যক্তিদের স্বভাব সরল রাখা উচিত, যাতে তাঁরা সবার সঙ্গে সহজে মেলামেশা করতে পারেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )











