TRENDING:

Prashant Tamang Death: প্রশান্ত তামাংয়ের দেহ ফিরল শিলিগুড়ি, বাবার কফিনে ফ্যালফ্যাল করে চেয়ে একরত্তি মেয়ে! ৪ বছরে পিতৃহারা, অঝোরে কান্না স্ত্রীর

Last Updated:
Prashant Tamang Death: দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পাহাড়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর বিজয়ী প্রশান্ত তামাং। সোমবার কফিনবন্দি দেহ আনা হল দার্জিলিং।
advertisement
1/5
প্রশান্ত তামাংয়ের দেহ ফিরল শিলিগুড়ি, বাবার কফিনে ফ্যালফ্যাল করে চেয়ে একরত্তি মেয়ে
দিল্লিতে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন পাহাড়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী ও ইন্ডিয়ান আইডল সিজন ৩-এর বিজয়ী প্রশান্ত তামাং। তাঁর আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ গোটা পাহাড় থেকে সমতল। সোমবার তাঁর কফিনবন্দি দেহ বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা ও অনুরাগীরা। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
advertisement
2/5
প্রশান্ত তামাং তাঁর সুরেলা কণ্ঠে পাহাড় ছাড়িয়ে দেশজুড়ে অগণিত মানুষের হৃদয় জয় করেছিলেন। ইন্ডিয়ান আইডল মঞ্চ থেকে জনপ্রিয়তার শিখরে পৌঁছেও তিনি নিজের শিকড় ও সংস্কৃতির সঙ্গে ছিলেন গভীরভাবে যুক্ত। তাঁর গান পাহাড়বাসীর আবেগ ও পরিচয়ের প্রতীক হয়ে উঠেছিল।
advertisement
3/5
বাগডোগরা বিমানবন্দরে প্রয়াত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, জিটিএ-র চিফ এক্সিকিউটিভ অনিত থাপা এবং দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি। শোকাহত পরিবেশে তাঁরা সকলেই প্রশান্ত তামাংয়ের অবদানের কথা স্মরণ করেন।
advertisement
4/5
রবিবার তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই পাহাড়জুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া। সামাজিক মাধ্যমে অনুরাগীরা স্মৃতিচারণায় ভাসিয়ে দেন প্রিয় শিল্পীকে। মাত্র ৪৩ বছর বয়সেই চলে গেলেন জনপ্রিয় শিল্পী। রেখে গেলেন স্ত্রী গীতা থাপা এবং একরত্তি মেয়ে আরিয়াকে। মাত্র ৪ বছরের পিতৃহারা সে।
advertisement
5/5
হিন্দির পাশাপাশি নেপালি ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়ে তিনি দুই ভাষার শ্রোতাদের কাছেই সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছিলেন। শুধু গানেই নয়, অভিনয়েও নিজের প্রতিভার ছাপ রেখেছিলেন প্রশান্ত তামাং। একাধিক ওয়েব সিরিজে অভিনয় করে তিনি নতুন প্রজন্মের কাছেও জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর মৃত্যু দেশ, রাজ্য ও পাহাড়বাসীর জন্য অপূরণীয় ক্ষতি বলে মন্তব্য করেন সাংসদ রাজু বিস্তা। (ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Prashant Tamang Death: প্রশান্ত তামাংয়ের দেহ ফিরল শিলিগুড়ি, বাবার কফিনে ফ্যালফ্যাল করে চেয়ে একরত্তি মেয়ে! ৪ বছরে পিতৃহারা, অঝোরে কান্না স্ত্রীর
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল