TRENDING:

Sikkim: বিদেশি পর্যটকদের জন্য সিকিমে বন্ধ হল ফিজিক্যাল পারমিট, বাধ্যতামূলক অনলাইন ক্লিয়ারেন্স

Last Updated:
Sikkim: সিকিম সরকারের পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ দফতরের জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) কড়া নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
1/5
বিদেশি পর্যটকদের জন্য সিকিমে বন্ধ হল ফিজিক্যাল পারমিট, বাধ্যতামূলক অনলাইন ক্লিয়ারেন্স
*সিকিম, ঋত্বিক ভট্টাচার্য: বিদেশি পর্যটকদের জন্য সিকিমে প্রোটেক্টেড ও রেস্ট্রিক্টেড এলাকায় প্রবেশের ক্ষেত্রে ফিজিক্যাল পারমিট ব্যবস্থা সম্পূর্ণভাবে বাতিল করল রাজ্য সরকার। এবার থেকে এই সমস্ত এলাকায় যেতে হলে বিদেশি নাগরিকদের অনলাইন মাধ্যমে ছাড়পত্র নেওয়াই বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
2/5
*সিকিম সরকারের পর্যটন ও অসামরিক বিমান পরিবহণ দফতরের জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রকের (MHA) কড়া নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে, কোনও পরিস্থিতিতেই আর কাগজের মাধ্যমে প্রোটেক্টেড এরিয়া পারমিট (PAP) বা রেস্ট্রিক্টেড এরিয়া পারমিট (RAP) ইস্যু করা যাবে না।
advertisement
3/5
*নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি পর্যটকরা শুধুমাত্র পূর্ব সিকিমের ত্সোমগো (ছাঙ্গু) লেক এবং উত্তর সিকিমের ইয়ুমথাং ভ্যালি ও জিরো পয়েন্টে যাওয়ার অনুমতি পাবেন। তবে তার জন্য নির্ধারিত পারমিট সেলের মাধ্যমে অনলাইনে অনুমোদন নিতে হবে।
advertisement
4/5
*রাজ্য সরকারের মতে, এই সিদ্ধান্তের ফলে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা আরও কঠোরভাবে কার্যকর করা সম্ভব হবে। পাশাপাশি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পারমিট প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সহজ করার লক্ষ্যও রয়েছে।
advertisement
5/5
*পর্যটন দফতরের আশা, এই নতুন ব্যবস্থা একদিকে যেমন নিরাপত্তা জোরদার করবে, তেমনই নিয়ন্ত্রিত ও পরিকল্পিত পর্যটন ব্যবস্থাপনায় সিকিমকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
বাংলা খবর/ছবি/উত্তরবঙ্গ/
Sikkim: বিদেশি পর্যটকদের জন্য সিকিমে বন্ধ হল ফিজিক্যাল পারমিট, বাধ্যতামূলক অনলাইন ক্লিয়ারেন্স
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল