শনিবার বিকাল সাড়ে ৩টায় বালুরঘাট শহরের হাইস্কুল মাঠে ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধন করা হয়। দক্ষিণ দিনাজপুর জেলার মোট ৯টি দল উদ্বোধনী ক্রিকেট টুর্নামেন্টের খেলায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতা শুরুর দিনে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক অমিতাভ ঘোষ, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র সহ অন্যান্যরা। এই প্রতিযোগিতা উপলক্ষে বালুরঘাট হাই স্কুল মাঠকে সাজিয়ে তোলা হয়েছে অন্যরূপে।
advertisement
আরও পড়ুন-রাস্তার রঙ নীল! বর্ধমানে কী ঘটে গেল এমন! কারণ শুনলে আকাশ থেকে পড়বেন
আরও পড়ুন-শাসক গাইছে উন্নয়নের সুর! ‘সুযোগ পেলে জবাব দেবে সাধারণ মানুষ’
জানা গেছে, বর্তমান ইন্টারনেটের দুনিয়ায় কচিকাঁচা কিংবা কিশোর প্রত্যেকেই কম বেশি আসক্ত হয়ে পড়বার কারণে মাঠে তেমন ভিড় লক্ষ্য করা যায় না।সেই ক্ষেত্রে এই ধরনের টুর্নামেন্ট একাধিকবার করা হলে খেলোয়াড় তৈরির ক্ষেত্রে আরও সুবিধা জনক জায়গায় যেতে পারে আমাদের জেলা।দীর্ঘদিন পর বালুরঘাট শহরে এত বড় মাপের খেলা অনুষ্ঠিত হওয়াতে এই দিন সকালবেলা থেকেই বালুরঘাট শহরের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
সুস্মিতা গোস্বামী