Bangla News: রাস্তার রঙ নীল! বর্ধমানে কী ঘটে গেল এমন! কারণ শুনলে আকাশ থেকে পড়বেন
- Published by:Suman Biswas
- local18
Last Updated:
Bangla News: জেলা প্রশাসনের দাবি, ভারতে প্রথমবার এমন রাস্তা তৈরি হল। একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত বিস্তৃত এই রাস্তা তৈরি হয়েছে পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে।
বর্ধমান: পূর্ব বর্ধমানে আজব কাণ্ড! রায়না দু নম্বর ব্লকে পুনর্ব্যবহার অযোগ্য প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে নীল সাদা রাস্তা। টেকসই হলে আগামিদিনে জেলার অন্যান্য জায়গাতেও নীল সাদা রাস্তা তৈরি করবে রাজ্য সরকার। পঞ্চায়েত ভোটের আগে যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। নীল রঙের পিচের রাস্তা! না বিদেশ নয়, বাংলাতেই দেখা মিলল এই রাস্তার।
পূর্ব বর্ধমানের রায়না-২ ব্লকে তৈরি হয়েছে এমন রাস্তা। জেলা প্রশাসনের দাবি, ভারতে প্রথমবার এমন রাস্তা তৈরি হল। একলক্ষ্মী টোল থেকে রাউতারা ব্রিজ পর্যন্ত বিস্তৃত এই রাস্তা তৈরি হয়েছে পিচের সঙ্গে প্লাস্টিক মিশিয়ে। প্লাস্টিকের সামগ্রী দিয়ে বাংলায় আগেও রাস্তা তৈরি হয়েছে। এই রাস্তার বিশেষত্ব হল পিচের উপর নীল কোটিং।
advertisement
advertisement
ফেলে দেওয়া প্লাস্টিক ব্যবহার করে রাস্তা তৈরি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ২২ লক্ষ ৯৪ হাজার টাকা খরচ করে রাস্তাটি তৈরি করা হয়েছে। রাজ্য অর্থ কমিশন থেকে ১৪ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয় হয়েছে। পঞ্চায়েতের তহবিল থেকে ৮ লক্ষ টাকা খরচ হয়েছে। নীল কোটিং দেওয়ার ফলে রাস্তা অনেক বেশি মজবুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
advertisement
যার ফলে অনেক বেশিদিন টিকবে রাস্তা। পিচের রাস্তা তীব্র গরমে ফেটে যায়, কারণ পিচ গলে যায়। এক্ষেত্রে সেই সম্ভাবনাও থাকছে না। জল জমার প্রবণতাও থাকবে না এই রাস্তায়। দূষণও কমবে। এই রাস্তা সফল হলে আগামীতে অন্যান্য এলাকাতেও এমন ধরণের রাস্তা তৈরি করা হবে বলে মনে করা হচ্ছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2023 12:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: রাস্তার রঙ নীল! বর্ধমানে কী ঘটে গেল এমন! কারণ শুনলে আকাশ থেকে পড়বেন