Howrah News: শাসক গাইছে উন্নয়নের সুর! 'সুযোগ পেলে জবাব দেবে সাধারণ মানুষ'

Last Updated:

Howrah News: বিরোধীদের দাবি রাজ্যে শাসকের দুর্নীতি ঝুড়ি ঝুড়ি। রাজনৈতিক মঞ্চে এই তরজা চলছে রাজ্য জুড়ে।

+
জবাব

জবাব দেবেন গ্রামবাসীরা?

হাওড়া: শাসকের সুরে উন্নয়ন, তবে সাধারণ মানুষ সুযোগ পেলে যোগ্য জবাব দেবে, সুর বিরোধীদের গলায়। হাওড়ার আমতা ১ নং ব্লকের বালিচক গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েত নির্বাচন আসন্ন, শাসকের দাবি উন্নয়নের জোয়ার বইছে রাজ্যজুড়ে। এরই অন্যদিকে বিরোধীদের দাবি রাজ্যে শাসকের দুর্নীতি ঝুড়ি ঝুড়ি। রাজনৈতিক মঞ্চে এই তরজা চলছে রাজ্য জুড়ে।
এবার নির্বাচনে শাসক দল সাধারণ মানুষের কাছে প্রচার সারছে উন্নয়নকে সামনে রেখেই। বিরোধীরা নিয়োগ দুর্নীতি কাটমানি সহ নানা বিষয়ে প্রচার সারছে মানুষের কাছে। গত পাঁচ বছরে পঞ্চায়েত এলাকায় কাজ হয়েছে। রাস্তাঘাট পানীয় জল থেকে চাষবাসের জলের সুব্যবস্থা। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, সবুজ সাথী, রূপশ্রী, কন্যাশ্রীর মত প্রকল্পের পরিষেবা পেয়ে দারুন খুশি পঞ্চায়েত এলাকার অধিকাংশ মানুষ।
advertisement
advertisement
এ প্রসঙ্গে বালিচক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদেব পাত্র জানান, পঞ্চায়েতে ১৩ টি সংসদ। এবার ১৬ টি সংসদ। সর্বদিক দিয়ে পঞ্চায়েত এলাকার মানুষ সুষ্ঠুভাবে পরিষেবা পেয়েছে দাবি। পঞ্চায়েতের সহযোগিতায় মানুষের কাছে সমস্ত প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হয়েছে। পাঁচ বছরের রাস্তা তৈরি হয়েছে ১৭ কিলোমিটার, রাস্তায় আলো, পানীয় জলের পরিষেবা পৌঁছে দিতে সাবমারসিবল এবং একাধিক হাত কলের ব্যবস্থা করা হয়েছে।
advertisement
এছাড়াও সরকারি সমস্ত প্রকল্পের সুবিধা মানুষ পেয়েছে। তাতে আমার আশাবাদী আসন্ন নির্বাচনে মানুষ সঙ্গে থাকবে। ২০১৮ সাল থেকে পাঁচ বছর, আমরা বিরোধী ওরা ক্ষমতায়। বিরোধীদের পার্থী পর্যন্ত দিতে দেয়নি। অথচ ওরা উন্নয়নের কথা বলছে, উন্নয়নের প্রতি এতই ভরসা। তবে বিরোধীদের প্রার্থী দিতে দিচ্ছে না কেন? কারণ ওরা বিরোধীদের ভয় পাচ্ছে। এক কথায় সিপিআইএমকে ওরা ভয় পায়। সাধারণ মানুষ সারা রাজ্যে যে ভাবে ফুঁসছে। সেই আঁচ বালিচক গ্রাম পঞ্চায়েত এলাকায়ও পড়বে বলেই আশাবাদী আমরা। সাধারণ মানুষ সুযোগ পেলে যোগ্য জবাব দেবে। জানালেন বাম নেতা গৌতম চক্রবর্তী।
advertisement
—- রাকেশ মাইতি
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: শাসক গাইছে উন্নয়নের সুর! 'সুযোগ পেলে জবাব দেবে সাধারণ মানুষ'
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement