Sare Jahan Se Acha: সিলেবাস থেকে বাদ পড়বে আরও এক বিখ্যাত ইতিহাস? তুমুল চর্চা শুরু

Last Updated:

Sare Jahan Se Acha: এবার কোপ পড়তে চলেছে 'সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্থান হামারা' গানের স্রষ্টা মহম্মদ ইকবালের জীবন কাহিনির উপর?

কোপ মহম্মদ ইকবালের জীবন কাহিনির উপর?
কোপ মহম্মদ ইকবালের জীবন কাহিনির উপর?
নয়াদিল্লি: একের পর এক রাস্তার নাম বদল, আস্ত শহরের নাম পরিবর্তনের পর পাঠ্যসূচি থেকে আগেই বাদ গিয়েছে মোঘল সাম্রাজ্যের ইতিহাস। এবার কোপ পড়তে চলেছে ‘সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্থান হামারা’ গানের স্রষ্টা মহম্মদ ইকবালের জীবন কাহিনির উপর? দিল্লি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যসূচি থেকে ইকবালের জীবনী বাদ দেওয়ার প্রস্তাব এসেছে।
দুদিন আগে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই খবর জানিয়েছেন খোদ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিকাশ গুপ্ত। এর আগে কেন্দ্রীয় পাঠ্যসূচি থেকে মোঘল যুগ বাদ দেওয়া হয়েছে। এ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দিল্লি বিশ্ববিদ্যালয়ের পরিচালন সমিতি।
advertisement
advertisement
দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘মডার্ন ইন্ডিয়ান পলিটিক্যাল থট’ অধ্যায়টি বিএ-র ষষ্ঠ সেমেস্টারে পড়ানো হত। এর মধ্যেই ছিল ইকবালের জীবনী এবং সাহিত্য রচনা সম্পর্কিত ‘ইকবাল: কমিউনিটি’ শীর্ষক অধ্যায়টি। সেই অধ্যায়টি বাদ দেওয়ার কথা হয়েছে বলে দিল্লি বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। এই সিদ্ধান্তকে এবিভিপি স্বাগতও জানিয়েছে।
advertisement
রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রমের এই ষষ্ঠ সেমেস্টারের সিলেবাসে আছে রাজা রামমোহন রায়, পণ্ডিত রমাবাই, স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধি, ইকবাল এবং বি আর অম্বেদকরের জীবনী। ১৮৭৭ সালে অবিভক্ত ভারতের শিয়ালকোটে (বর্তমানে পাকিস্তানে) জন্ম মুহাম্মদ ইকবালের। তাঁর মৃত্যু ১৯৩৮ সালে। পাকিস্তানের জাতীয় কবি তিনি। তাঁকে পাকিস্তানের ‘ফিলোজফিক্যাল ফাদার’ বলা হয়। ১৯০৪ সালে ‘সারে জাঁহা সে আচ্ছা হিন্দুস্থান হামারা’ গানটি লেখেন কবি ইকবাল। গানটি ভারতেও ভীষণভাবে সমাদৃত হয়। কিন্তু এবার সিলেবাস থেকেই তাঁর জীবনী বাদ দেওয়ার তোড়জোড় চলছে।
বাংলা খবর/ খবর/দেশ/
Sare Jahan Se Acha: সিলেবাস থেকে বাদ পড়বে আরও এক বিখ্যাত ইতিহাস? তুমুল চর্চা শুরু
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement