Bangla News: 'ধর, ধর, ধর...' পিছনে ছুটল BSF, পড়ে রইল দুটি ব্যাগ, যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের

Last Updated:

Bangla News: জওয়ানরা চোরাকারবারীদের কবল থেকে ১৪০ টি বিরল প্রজাতির কচ্ছপকে উদ্ধার করেছে।

এ কী ঘটল! (প্রতীকী ছবি)
এ কী ঘটল! (প্রতীকী ছবি)
অনিরুদ্ধ কির্তনীয়া, বনগাঁ: গাইঘাটা সীমান্তে চোরাকারবারীদের খপ্পর থেকে ১৪০ টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার করল বিএসএফ। শনিবার গাইঘাটা সীমান্তের অধীন সীমা চৌকি নিউ পিপলি, অ্যাডহক এসবি-৩ ব্যাটালিয়নের জোয়ানরা চোরাকারবারীদের পরিকল্পনা নস্যাৎ করে কচ্ছপের চোরাচালান বানচাল করেছে।
জওয়ানরা চোরাকারবারীদের কবল থেকে ১৪০ টি বিরল প্রজাতির কচ্ছপকে উদ্ধার করেছে। চোরাকারবারীরা এসব কচ্ছপ ভারত থেকে বাংলাদেশে পার করার চেষ্টা করছিল।
advertisement
সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিএসএফ জওয়ানরা সাসডাঙ্গা গ্রামে দুই চোরাকারবারীর কিছু সন্দেহজনক কার্যকলাপ লক্ষ্য করে। এরপর জওয়ানরা পাচারকারীদের ধাওয়া করে চ্যালেঞ্জ করে। জওয়ানদের তাদের দিকে আসতে দেখে চোরাকারবারীরা অন্ধকারের সুযোগ নিয়ে ভারতীয় গ্রামের দিকে ছুটে পালিয়ে যেতে সক্ষম হয়।
advertisement
এর পরে, জওয়ানরা আশেপাশের এলাকায় পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান চালায়, যার ফলস্বরূপ জওয়ানরা ঘটনাস্থল থেকে দুটি ছোট ব্যাগ উদ্ধার করে যাতে ১৪০ টি কচ্ছপ রাখা ছিল। জওয়ানরা সঙ্গে সঙ্গে কচ্ছপগুলোকে নিজেদের হেফাজতে নেয়। উদ্ধার হওয়া সব কচ্ছপকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বন দফতর বনগাঁর কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: 'ধর, ধর, ধর...' পিছনে ছুটল BSF, পড়ে রইল দুটি ব্যাগ, যা মিলল, চক্ষু চড়কগাছ সকলের
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement