Mamata Banerjee: মাথানত করে 'ক্ষমা' চাইলেন মমতা! এগরাকে চমকে দিলেন মুখ্যমন্ত্রী, বিকাশের চোখে 'নাটক'
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mamata Banerjee: এগরাবাসীর কাছে ক্ষমা চেয়ে মমতার সংযোজন, "আমি আপনাদের সকলের কাছে মাথানত করে এই ঘটনার জন্য় ক্ষমা চাইছি। আপনাদের যদি কোনও ভাবে কোনও সাহায্য করতে পারি বলবেন।"
এগরা: শনিবার সকালে এগরায় পৌঁছন মমতা। সেখানে বাজি কারখানায় বিস্ফোরণে নিহতদের পরিবার পিছু আড়াই লক্ষ টাকা করে আর্থিক সাহায্য়ের ঘোষণা করেন তিনি। পরিবারের একজন সদস্যকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে বলে জানান। মমতা জানান, ওড়িশা সীমানা দিয়ে বাজি পাচার রুখতে কাজ করবেন তাঁরা। বলেন, “বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গড়েছি। বেআইনি বাজি কারখানা রুখতে সেখানেই তৈরি হবে পরিবেশবান্ধব বাজি তৈরির ক্লাস্টার।” একইসঙ্গে বিস্ফোরণকাণ্ডের জন্য ক্ষমাও চাইলেন তিনি। বলেন, “মাথানত করে এই ঘটনার জন্য ক্ষমা চাইছি।”
এগরাবাসীর কাছে ক্ষমা চেয়ে মমতার সংযোজন, “আমি আপনাদের সকলের কাছে মাথানত করে এই ঘটনার জন্য় ক্ষমা চাইছি। আপনাদের যদি কোনও ভাবে কোনও সাহায্য করতে পারি বলবেন।” এগরার ঘটনায় পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে আগে থেকেই। সেই নিয়ে এদিন সরব হন খোদ মুখ্যমন্ত্রীও। এমন কিছু ঘটলে অবিলম্বে পুলিশকে জানানোর নির্দেশ দেন তিনি। কিন্তু গ্রামবাসীদের দাবি, লাইসেন্স রয়েছে বলেই জানেন সকলে। বেআইনি ভাবে কারখানা চলছে, তা কী করে বোঝা সম্ভব।
advertisement
advertisement
যদিও মুখ্যমন্ত্রী ক্ষমা চাওয়া প্রসঙ্গে সিপিএম নেতা তথা রাজ্যসভার সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘একটা ঘটনা ঘটে যাওয়ার পর ১১ দিন সময় লাগল কেন ক্ষমা চাইতে? মুখ্যমন্ত্রীর কি সত্যি দুঃখিত? নাকি কেউ তাঁকে বলেছেন গ্রামবাসীদের ক্ষোভ বাড়ছে। তাই তিনি ১১ দিন পর এগরা গিয়ে প্রশাসনিক ব্যর্থতার জন্য ক্ষমা চাইছেন। মানুষ মুখ্যমন্ত্রী এই নাটক ক্রমশ বুঝতে পারেছেন।’
advertisement
বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘এরকম ক্ষমা উনি তো প্রতিদিনই চাইছেন। কেউ রাষ্ট্রপতিকে গালাগাল করে, উনি ক্ষমা চান। কেউ কুড়মিদের গালাগাল করেন, উনি ক্ষমা চান। সারা জীবন কি ক্ষমাই চাইবেন? কোনও সমাধান করবেন না?’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 28, 2023 8:35 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: মাথানত করে 'ক্ষমা' চাইলেন মমতা! এগরাকে চমকে দিলেন মুখ্যমন্ত্রী, বিকাশের চোখে 'নাটক'