TRENDING:

ISI Mark: ৭৭৮ পণ্য নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশ...! রফতানি, বিক্রি সব বন্ধ, যদি না থাকে একটি চিহ্ন

Last Updated:

ISI Mark: পণ্য রফতানির ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের বিআইএস বিভাগের আইএসআই চিহ্ন বাধ্যতামূলক ঘোষণা করেছে কেন্দ্র সরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ: পণ্য রফতানি এবং বিক্রির ক্ষেত্রে নয়া নির্দেশ কেন্দ্র সরকারের। এবার থেকে দেশের ৭৭৮ টি পণ্যে আইএসআই মার্ক বহন বাধ্যতামূলক জানাল কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা আধিকারিকরা। বিশেষত বাজারে যেকোন ধরনের পণ্য যেমন খাবার, আসবাবপত্র, মানুষের ব্যবহারের জিনিস ইত্যাদি পণ্যের উপর মান নির্ধারণের জন্য সরকারি সংস্থার বিশেষ চিহ্ন দেখা দেয়। তবে আজও একাধিক পণ্য রয়েছে যাদের সরকারিভাবে কোনরকম চিহ্ন না থাকায় গুণগতমান এবং স্বাস্থ্যকর বিষয়গুলো প্রশ্নের মুখে দাঁড়ায়।
advertisement

তবে এবার থেকে দেশের ৭৭৮ টি পণ্যকে কেন্দ্রীয় সরকারের আইএসআই বিভাগের চিহ্নকে বাধ্যতামূলক করেছে কেন্দ্র সরকার। এই চিহ্ন না থাকলে বাজারে পণ্য বিক্রি অথবা রফতানি করতে পারবেন না শিল্প‌ উদ্যোগীরা ও বিক্রেতারা। এই নয়া নির্দেশের পদ্ধতি ব্যবহার সহজ করে তুলতে মালদহের ১০৫ জন ছোট থেকে বড় শিল্প উদ্যোগীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হল। সেখানে তাদের এই নয়া নির্দেশ সম্পর্কে অবগত করা হয়।

advertisement

আরও পড়ুন: শুধু বিদ্যুৎ সরবরাহ নয়, সোলার প্যানেল আরও কত ভাবে ব্যবহার করা যেতে পারে, দেখাল গ্রাম পঞ্চায়েত

এ বিষয়ে রাজ্য বিআইএস আধিকারিক মৈনাক গন্তৈত জানান, “বাসনপত্র, সরঞ্জাম, জুতা, খেলনা, পাখা, নাট, বোল্ট খাবার সহ মোট ৭৭৮টি পণ্যকে আইএসআই মার্ক বহন করা বাধ্য ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কীভাবে সহজে শিল্প উদ্যোগী, উৎপাদনকারীরা কেন্দ্রীয় সরকারের বিএসআই বিভাগের দ্বারা আইএসআই মার্ক এবং শংসাপত্র পাবেন, কীভাবে এই পদ্ধতি সহজে গ্রহণ করবেন। সে বিষয়ে অবগত করা হয় তাদের। যারা একই ধরনের পণ্য উৎপাদন করেন তারা চাইলে একসঙ্গে মিলেমিশে একটি ল্যাবরেটরি বানিয়ে পরীক্ষা করতে পারেন। অথবা জেলার বড় কোন সংস্থার ল্যাবরেটরিতে গিয়ে তাদের পণ্য পরীক্ষার পরেই পণ্য রফতানি এবং বাজারজাত করার ক্ষেত্রে বিআইএস শংসাপত্র পেতে পারবেন। সরকারি এই মার্ক বহন করলে তাদের পণ্যের রফতানি অথবা বাজারে বিক্রির ক্ষেত্রে মানসম্মত মর্যাদা বাড়বে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এ বিষয়ে মালদহের পণ্য ব্যবসায়ী উজ্জ্বল সাহা জানান, “এই মার্ক বহন পদ্ধতির ফলে ভোক্তারা নিশ্চিতভাবে মানসম্পন্ন পণ্যকে চিহ্নিত করে কিনতে পারবেন। পাশাপাশি এই পদ্ধতি দেশে মানসম্পন্ন পণ্য উৎপাদনের ক্ষেত্রে শিল্পপতিদের উৎসাহিত করে তুলতে সাহায্য করবে।‌”

advertisement

বাজারে মূলত স্বাস্থ্যকর এবং টেকসই পণ্যের চিহ্নিতকরণের ক্ষেত্রে সরকারি সংস্থা দ্বারা নির্ধারিত চিহ্ন অন্যতম ভূমিকা পালন করে। মূলত দেশজুড়ে কেন্দ্রীয় সরকারের এই বিভাগের শংসাপত্র দ্বারাই পণ্যের গুণগতমান নির্ধারণ করা হয়। এতে বাজারে কেনাকাটার সময় স্বাস্থ্যকর টেকসই ও ভাল জিনিস চেনার ক্ষেত্রে সজাগ হতে পারবেন ক্রেতারা।

সেরা ভিডিও

আরও দেখুন
দীপাবলিতে দিঘায় তুলকালাম...! কাতারে কাতারে ছুটছে মানুষ! সমুদ্রে সৈকতে আচমকা কী হল...?
আরও দেখুন

জিএম মোমিন

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
ISI Mark: ৭৭৮ পণ্য নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশ...! রফতানি, বিক্রি সব বন্ধ, যদি না থাকে একটি চিহ্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল