Elephant Rescue: পুরনো স্মৃতির পথে বিপদ! জলপাইগুড়ি শহরমুখী বুনো হাতি, ঘুমপাড়ানি ইনজেকশন দিয়ে উদ্ধার
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Aishwarya Purkait
Last Updated:
Jalpaiguri Elephant Rescue: অতিরিক্ত স্মৃতিশক্তির টানেই পুরনো পথে ফিরল বুনো হাতি। করলা ভ্যালি চা বাগানে গর্তে পড়ে যাওয়া দাঁতালকে উদ্ধার বৈকুণ্ঠপুরে ছাড়া হল।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: অতিরিক্ত স্মৃতিশক্তিই যেন কাল হয়ে দাঁড়িয়েছে উত্তরের মহাকালের, পুরোনো পথে চলতে গিয়েই দিকভ্রান্ত হচ্ছে হস্তিকুল। বিশাল দেহের সঙ্গে রয়েছে কয়েক কোটি গিগা বাইটের মেমোরি। আর এতেই কি বাড়ছে বিপদ! হাতি যে নিজের পুরনো চলার পথ কখনও ভোলে না, তা আবারও প্রমাণ হল জলপাইগুড়ি শহরের উপকণ্ঠে।
কয়েক বছর আগে যেখানে তিনটি হাতির আনাগোনা লক্ষ্য করা গিয়েছিল, সেই এলাকাতেই ফের রাতে একটি বুনো হাতির উপস্থিতি ঘিরে চাঞ্চল্য ছড়ায়। বনদফতর সূত্রে জানা গিয়েছে, জঙ্গল থেকে বেরিয়ে আসা তিনটি হাতির মধ্যে একটি শাবক করলা ভ্যালি চা বাগানের একটি গর্তে পড়ে যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বনদফতর আধিকারিকরা। স্থানীয় পরিবেশপ্রেমী সংগঠন ও চা বাগান কর্তৃপক্ষের সহযোগিতায় অর্থ মুভার ব্যবহার করে দীর্ঘ চেষ্টায় গর্ত থেকে হাতিটিকে উদ্ধার করা হয়।
advertisement
আরও পড়ুনঃ জোড়া লেপার্ডের ভয়াল দর্শন! দার্জিলিংয়ের চা বাগানে ত্রাহি ত্রাহি রব, খাঁচা পাতার দাবি চা শ্রমিকদের
সারাদিন তিনটি হাতির উপর নজর রাখে বনকর্মীরা। উদ্ধার হওয়ার পর দুটি হাতি জঙ্গলে ফিরে গেলেও, গর্তে পড়ে যাওয়া সাব-এডাল্ট হাতিটি জঙ্গলের দিকে না গিয়ে উল্টে জলপাইগুড়ি শহরের দিকে ঢুকে পড়ে। এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন হাতিটি শহরের ২২ নম্বর ওয়ার্ডের কবরস্থান এলাকায় অবস্থান করতে শুরু করে এবং পাশের এ সি কলেজের হোস্টেলের দিকেও যাতায়াত করতে দেখা যায়।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনদফতর, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও পরিবেশপ্রেমী সংগঠনগুলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ লড়াইয়ের পর বনদফতর হাতিটিকে ঘুমপাড়ানি ইনজেকশন দেয়। পরে হাইড্রোলিকের সাহায্যে গাড়িতে করে হাতিটিকে বৈকুণ্ঠপুর বনাঞ্চলে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে বনকর্মীরা সার্বক্ষণিক নজর রাখছেন, হাতিটির কোনও শারীরিক ক্ষতি হয়েছে কি না, তা পর্যবেক্ষণে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Jan 13, 2026 1:08 PM IST







