Siliguri News: উন্নয়নের জোয়ারে কোণঠাসা প্রকৃতি! ব্যস্ত রাজপথে গাছ ও অক্সিজেন মাস্কে নীরব প্রতিবাদ ব্যক্তির, অভিনব কায়দায় সবুজ বাঁচানোর ডাক

Last Updated:

Siliguri News: একজন সাধারণ মানুষের এই অসাধারণ জেদ আজ অনেককেই নতুন করে ভাবতে বাধ্য করছে। পথচলতি মানুষের দৃষ্টি কেড়ে নিচ্ছেন বাবলু বর্মণ।

+
অক্সিজেন

অক্সিজেন মাস্ক ও গাছ নিয়ে প্রতিবাদ

শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্যঃ উন্নয়নের প্রবল জোয়ারে ক্রমশ কোণঠাসা হয়ে পড়ছে প্রকৃতি। কংক্রিটের বিস্তারে হারিয়ে যাচ্ছে সবুজ, কমছে শ্বাস নেওয়ার জায়গা। ঠিক এই সময়েই শিলিগুড়ির ব্যস্ত রাজপথে উঠে এল এক ব্যতিক্রমী দৃশ্য, যা মুহূর্তের মধ্যে পথচলতি মানুষের দৃষ্টি কেড়েছে। কোনও ব্যানার, স্লোগান বা মাইক ছাড়াই পরিবেশ বাঁচানোর বার্তা পৌঁছে দিচ্ছেন শিলিগুড়ির রানিডাঙ্গা ভরত সিং জোতের বাসিন্দা বাবলু বর্মণ।
পেশায় একটি বেসরকারি সংস্থার কর্মী বাবলুবাবু রাজনৈতিক মিছিলের পথে হাঁটেননি। তিনি বেছে নিয়েছেন নীরব কিন্তু গভীর অর্থবহ প্রতিবাদের ভাষা। নিজের সাইকেলের সামনে একটি জীবন্ত গাছ বেঁধে এবং নাকে অক্সিজেন মাস্ক লাগিয়ে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন তিনি। তাঁর এই দৃশ্য যেন ভবিষ্যতের এক ভয়াবহ বাস্তবতার ইঙ্গিত-আজ যদি গাছ না বাঁচানো যায়, তবে অদূর ভবিষ্যতে কৃত্রিম অক্সিজেনই হয়ে উঠতে পারে মানুষের শেষ ভরসা।
advertisement
আরও পড়ুনঃ পৌষ সংক্রান্তির আগের দিন ঘর ছেড়ে মাঠে খাওয়ার রীতি! ‘মাঠপালুনি’ ঘিরে উৎসবমুখর কোশিগ্রাম, প্রজন্মের পর প্রজন্ম ধরে অটুট প্রথা
এই অভিনব প্রতিবাদের পিছনে রয়েছে প্রতিদিনের এক যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। বাড়ি থেকে চেকপোস্টে কাজে যাওয়ার পথে তিনি নিয়মিত লক্ষ্য করেছেন, এশিয়ান হাইওয়ে নির্মাণের জন্য কীভাবে একের পর এক প্রাচীন গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে। একসময়ের ছায়াঘেরা রাস্তা আজ রোদে পোড়া কংক্রিটের করিডরে পরিণত হয়েছে। শিলিগুড়ির মতো সবুজ শহর ক্রমে বহুতল ও ইট-পাথরের জঙ্গলে বদলে যাচ্ছে। এই বদল তাঁকে গভীরভাবে বিচলিত করেছে।
advertisement
advertisement
বাবলুবাবুর কথায়, “আমি প্রতিদিন কাজে যাওয়ার পথে দেখছি কীভাবে রাস্তার ধারে একের পর এক পুরনো গাছ কেটে ফেলা হচ্ছে। উন্নয়ন দরকার, কিন্তু উন্নয়নের নামে যদি আমরা আমাদের শ্বাস নেওয়ার একমাত্র ভরসাটাই নষ্ট করে দিই, তাহলে সেটা কখনও টেকসই হতে পারে না। মানুষ আজ হয়তো বিষয়টা গুরুত্ব দিচ্ছে না, কিন্তু কয়েক বছর পর এর ভয়াবহ ফল সবাইকে ভুগতে হবে।”
advertisement
দিনভর কঠোর পরিশ্রমের পর মানুষ যখন বিশ্রাম খোঁজে, তখন ক্লান্ত শরীর নিয়েই সাইকেল চালিয়ে সচেতনতা ছড়াতে বেরিয়ে পড়েন বাবলুবাবু। এর আগেও তিনি কোচবিহারের বিভিন্ন গ্রাম ও ব্লকে ঘুরে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, পরিবেশ রক্ষা কোনও নির্দিষ্ট দিন বা বিশেষ কোনো গোষ্ঠীর দায়িত্ব নয়- এটি প্রতিটি মানুষের দৈনন্দিন কর্তব্য।
advertisement
তিনি আরও বলেন, “আমি কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, কোনও সংগঠনের নেতা নই। একজন সাধারণ মানুষ হিসেবেই মনে করি পরিবেশ রক্ষা কোনও একদিনের কর্মসূচি নয়। আজ যদি প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগায় ও সেটাকে বাঁচিয়ে রাখে, তবেই আমাদের আগামী প্রজন্মের জন্য সুস্থ ও বাসযোগ্য পৃথিবী রেখে যাওয়া সম্ভব হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, শিলিগুড়ির ব্যস্ত রাস্তায় বাবলুবাবুর এই নীরব প্রতিবাদ সভ্যতার দিকে ছুড়ে দিয়েছে এক কঠিন প্রশ্ন- উন্নয়নের মোহে আমরা কি ধীরে ধীরে নিজেদের অস্তিত্বের শিকড়ই কেটে ফেলছি? একজন সাধারণ মানুষের এই অসাধারণ জেদ আজ অনেককেই নতুন করে ভাবতে বাধ্য করছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: উন্নয়নের জোয়ারে কোণঠাসা প্রকৃতি! ব্যস্ত রাজপথে গাছ ও অক্সিজেন মাস্কে নীরব প্রতিবাদ ব্যক্তির, অভিনব কায়দায় সবুজ বাঁচানোর ডাক
Next Article
advertisement
Ganga Sagar Mela 2026: মেলার শুরুতেই ভাইরাল ‘লাইট বাবা’ ! মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর
মেলার শুরুতেই ভাইরাল ‘লাইট বাবা’ ! মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর
  • মেলার শুরুতেই ভাইরাল ‘লাইট বাবা’ ! 

  • মকর সংক্রান্তিতে রঙিন গঙ্গাসাগর

  • গঙ্গাসাগর মেলায় ভাইরাল ‘লাইট বাবা’

VIEW MORE
advertisement
advertisement