TRENDING:

Saraswati Puja 2026: সাবেকি নয়, সরস্বতী পুজোয় নতুন ট্রেন্ড 'নটরাজ' রূপী সরস্বতীর মূর্তি

Last Updated:

Saraswati Puja 2026: সরস্বতী পুজোকে সামনে রেখে জলপাইগুড়ির পালপাড়ায় চূড়ান্ত ব্যস্ততা। এ বছর নটরাজ রূপী সরস্বতী প্রতিমার চাহিদা সর্বাধিক। পাশাপাশি আধুনিক ‘জিরো ফিগার’ মূর্তিও জনপ্রিয়। রোদ বাড়ায় প্রতিমা শুকোতে সুবিধা, শেষ মুহূর্তের কাজ চলছে জোরকদমে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জলপাইগুড়ি, সুরজিৎ দে : এবার ট্রেন্ডিং ‘নটরাজ রূপী সরস্বতী’! সঙ্গে পাল্লা দিচ্ছে কী কী ধরনের মূর্তি জানলে অবাক হবেন। যুগের হাওয়া বদল এর সঙ্গে সঙ্গে মানুষের চাহিদারও যে এমন বদল ঘটে সেই ছবি ধরা পরল পালপাড়ায়। হাতেগোনা ক’দিন বাদেই সরস্বতী পুজো আর এবার কি ধরনের মূর্তির চাহিদা সবচেয়ে বেশি তারিখ খোঁজ নিয়ে জানা গেল এই অবাক করা জিরো ফিগার সরস্বতীর কাহিনী! কি ধরনের মূর্তি এবার তালিকার শীর্ষে রয়েছে জানুন বিস্তারিত।
advertisement

আর মাত্র কয়েকদিন। তারপরেই বিদ্যার দেবী বাগদেবী সরস্বতীর আরাধনায় মাতবে বাংলা। সেই উৎসবকে সামনে রেখে এখন ব্যস্ততার চূড়ান্ত পর্যায়ে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মৃৎশিল্প কেন্দ্র পালপাড়া। পাড়া-পাড়ার পুজো থেকে শুরু করে স্কুল, কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য প্রতিমা তৈরিতে দিনরাত এক করে কাজ করছেন এখানকার শিল্পীরা। পালপাড়ার প্রতিটি গলিতেই চোখে পড়ছে কর্মযজ্ঞ। কোথাও নিখুঁত তুলির টানে প্রতিমার মুখে ফুটিয়ে তোলা হচ্ছে দেবীর শান্ত, মায়াবী অভিব্যক্তি। আবার কোথাও ছোট ছোট মূর্তিতে মাটির প্রলেপ, শান ও শেষ মুহূর্তের ছোঁয়ায় ব্যস্ত কারিগরেরা। এককথায়, উৎসবের আগাম প্রস্তুতিতে এখন সরগরম গোটা পালপাড়া।

advertisement

আরও পড়ুন-মৌনী অমাবস্যায় বিরল মাহেন্দ্রক্ষণ…! ৫ রাশির সোনায় সোহাগা, অঢেল টাকার ফোয়ারা, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স

মৃৎশিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর স্কুল ও পাড়ার পুজো মিলিয়ে ‘নটরাজ রূপের সরস্বতী’ প্রতিমার চাহিদা সবচেয়ে বেশি। পাশাপাশি আধুনিক ভাবনায় তৈরি ‘জিরো ফিগার’ সরস্বতী প্রতিমার দিকেও আগ্রহ বাড়ছে। এছাড়াও বিশেষ নকশার বীণা, অলংকার ও সাজসজ্জার অর্ডারও ভালই রয়েছে। তবে সব মিলিয়ে বাজারে এবার এগিয়ে নটরাজ রূপের প্রতিমাই।

advertisement

View More

আরও পড়ুন-হুড়মুড়িয়ে বাড়ছে বাংলায়…! ভয়ঙ্কর ছোঁয়াচে NIPAH Virus-এ আক্রান্ত নার্স, ভর্তি হাসপাতালে, অবস্থা সঙ্কটজনক!

সেরা ভিডিও

আরও দেখুন
গঙ্গাসাগরের টানে প্যারিস থেকে ছুটে আসলেন দুই ভাই, মিশে গেলেন সকলের সঙ্গে 
আরও দেখুন

প্রসঙ্গত, কৃষ্ণনগর-সহ বিভিন্ন এলাকার প্রতিমার পাশাপাশি জলপাইগুড়ির পালপাড়ার তৈরি মূর্তিগুলিও জেলার বিভিন্ন প্রান্তে সমান জনপ্রিয়।কয়েকদিন আগে টানা মেঘলা আবহাওয়া ও রোদের অভাবে প্রতিমা শুকানো নিয়ে কিছুটা দুশ্চিন্তায় ছিলেন শিল্পীরা। তবে বর্তমানে রোদের তাপ বাড়ায় স্বস্তি ফিরেছে তাঁদের মুখে। এখন পুরোদমে চলছে শান দেওয়া ও শেষ মুহূর্তের কাজ। সরস্বতী পুজোর আগে পালপাড়ার এই ব্যস্ততা শিল্পীদের জীবিকার গল্প যেমন বলে তেমনই উৎসবের আনন্দ ও প্রত্যাশাকেও যেন আরও এক ধাপ বাড়িয়ে তুলছে।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিমবঙ্গ/
Saraswati Puja 2026: সাবেকি নয়, সরস্বতী পুজোয় নতুন ট্রেন্ড 'নটরাজ' রূপী সরস্বতীর মূর্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল