হাতির হাত থেকে ফসল বাঁচাতে এবছর কৃষি দফতরের সহায়তায় মৌমাছিকে ঢাল করে সরষে চাষ করেছেন উত্তর মেন্দাবাড়ির রাভা বস্তির কৃষকেরা। কৃষি দফতরের কথায়, মৌমাছির কারণে পরাগমিলন ভাল হয় এবং যার কারণে ফসলও ভাল হয়।পাশাপাশি, সেই মৌমাছি থেকে পাওয়া মধু বিক্রি করেও লাভের মুখ দেখতে পারবেন কৃষক পরিবারের সদস্যরা। এলাকায় গেলে দেখা যাচ্ছে সরষে চাষ করছেন পুরুষেরা, পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে মৌমাছি পালন করছেন মহিলারা। প্রায় ৩০ টি বাক্স রয়েছে মৌমাছি পালনের জন্য। এই উত্তর মেন্দাবাড়ির রাভা বস্তির সরষে চাষের জমি থেকে এবছর প্রায় ৩০ কেজি মধু মিলবে বলে দাবি কৃষি দফতরের।
advertisement
এ বিষয়ে ব্লক সহ-কৃষি আধিকারিক প্রবোধ মণ্ডল বলেন, মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যেই এই প্রয়াস। কৃষি দফতরের আতমা প্রকল্পের মাধ্যমে মহিলাদের অনুদান দেওয়া হয়েছে। তিনি আরও জানান, “এই মৌমাছি পালন লাভজনক হওয়ায় অন্য এলাকার চাষের জমিতেও আমরা পরবর্তীতে তা বাস্তবায়িত করব।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ বিষয়ে এলাকার এক মহিলারা জানান, এই প্রথম এমন আয়ের পথ দেখলেন তারা।নয়ত ফসল চাষ করলে তা হাতি নষ্ট করে দিত। আর পশুপালনে লেপার্ডের আতঙ্ক।যার জেরে জীবিকা নিয়েও সংশয়ে ছিলেন তারা। পরের বছর থেকে আরও বৃহৎ আকারে তারা মৌমাছি পালন করবেন।





