খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল। রবিবার রাতে নিখোঁজ হয়ে যান তিনি। রাতে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি পরেও তাঁকে পাওয়া যায়নি। তারপর এদিন পুনরায় সেই ব্যবসায়ীর খোঁজ শুরু করে জেলা বিপর্যয় মোকাবিলা দল। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর তাঁর দেহ উদ্ধার করে জেলা বিপর্যয় মোকাবেলা বাহিনীর দল।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সঞ্জীব চক্রবর্তী তাঁর কয়েক জন বন্ধুর সঙ্গে পিকনিক করতে গিয়েছিলেন। তবে পিকনিক খেতে বসে বচসা হয় নিজেদের মধ্যে। এরপর ওই ব্যক্তি নদীতে নামেন এবং গভীর জলে তলিয়ে যান। পরে জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল রাতেই খোঁজাখুঁজি শুরু করে। তবে রাত হয়ে যাওয়ার কারণে তাঁর দেহ পাওয়া যায়নি তখন। সোমবার পুনরায় সেই খোঁজ শুরু হয় তারপর ওই ব্যবসায়ীর দেহ খুঁজে পায় জেলা বিপর্যয় মোকাবিলা বাহিনী দলের কর্মীরা। তারপর পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়।
আরও পড়ুন: অমৃতার পাশাপাশি নাতি-নাতনি সারা-ইব্রাহিমকেও হারিয়েছি, সইফের ঘরভাঙা নিয়ে শর্মিলা ঠাকুরের আবেগ
মৃত সঞ্জীব চক্রবর্তীর পরিবারের লোকেরা জানান, গতকাল দুপুরে পিকনিক করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যান সঞ্জীব। তারপর থেকে দীর্ঘক্ষণ তাঁর সঙ্গে যোগাযোগ ছিল না বাড়ির লোকেদের। তারপর বিকেল ৪টে নাগাদ বাড়ির লোকেরা খবর পান যে তিনি পিকনিকে কারও সঙ্গে ঝামেলা করেছেন। তখন থেকেই তাঁকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
এরপর বাড়ির মানুষেরা চিন্তায় পড়ে যান। তবে সঞ্জীবের মৃত্যুর পিছনে কোন গভীর ষড়যন্ত্র রয়েছে বলেই দাবি পরিবারের সকলের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কীভাবে মৃত্যু হল ব্যবসায়ী সঞ্জীবের, সেই বিষয়ে রীতিমতো রহস্য দানা বাঁধতে শুরু করেছে।
Sarthak Pandit
News18 Bangla এবার Whatsapp-এ, এক ক্লিকেই খবরের আপডেট জানতে সাবস্ক্রাইব করুন- https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F