নিখোঁজ স্বপন দাসের দেহ উদ্ধার হল বালুরঘাটের আত্রেয়ী নদী থেকে। তাঁর বাড়ি বালুরঘাটেরই চকভৃগু এলাকায়। চকভৃগু বাজারে সবজি বিক্রি করতেন। এদিন স্থানীয় বাসিন্দারা নদীতে একটি দেহ ভাসতে দেখেন। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন বালুরঘাট থানায়। খবর পেয়ে পুলিশ এসে দেহটি উদ্ধার করে। এই ঘটনাকে কেন্দ্র করে এদিন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’দিন আগে বন্ধুর শ্বশুরবাড়ি গিয়েছিলেন স্বপনবাবু। সেই রাত থেকেই নিখোঁজ ছিলেন।
advertisement
আরও পড়ুন: এক ছোবলেই হতে পারে মৃত্যু! অবহেলায় পড়ে থাকা জমিতে মিলল বিষাক্ত চন্দ্রবোড়া
স্বপনবাবুর সন্ধানে গত দু’দিন নানান জায়গায় খোঁজ খবর চলে। কিন্তু কোথাও সন্ধান পাওয়া যায়নি। বালুরঘাট থানায় মিসিং ডায়েরি করা হয়েছিল। তারপর এদিন আত্রেয়ী নদীর সরোজ রঞ্জন সেতু সংলগ্ন এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, কেউ বা কারা খুন করে নদীর জলে ফেলে দিয়েছে ওই সবজি ব্যবসায়ীর দেহ। উদ্ধার হওয়া দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ
সুস্মিতা গোস্বামী