Asansol News: এক ছোবলেই হতে পারে মৃত্যু! অবহেলায় পড়ে থাকা জমিতে মিলল বিষাক্ত চন্দ্রবোড়া

Last Updated:

Asansol News: আসানসোলের প্রান্তপল্লী এলাকা। সেখান থেকেই বিষাক্ত চন্দ্রবোড়া সাপটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রান্তপল্লী সোসাইটি এলাকায় অনেক ফাঁকা জমি পড়ে রয়েছে। সেগুলির কোনও দেখভাল হয় না।

+
প্রতীকী

প্রতীকী ছবি

আসানসোল: উদ্ধার বিশাল আকারের বিষাক্ত চন্দ্রবোড়া। প্রথম দেখায় স্থানীয়রা ভেবেছিলেন অজগর প্রজাতির কোনও সাপ হয়তো ফাঁকা জমিতে ঘোরাফেরা করছে। সঙ্গে সঙ্গে খবর যায় স্থানীয় সাপ উদ্ধারকারী তন্ময় ঘোষের কাছে। তিনি অনেক খোঁজাখুঁজির পর সাপটিকে উদ্ধার করেন। তখন দেখা যায় দেশের অন্যতম বিষাক্ত সাপগুলির মধ্যে একটি চন্দ্রবোড়া। সেটি ঘোরাফেরা করছিল ফাঁকা মাঠে। যার এক ছোবলে মৃত্যু হতে পারে মানুষের।
আসানসোলের প্রান্তপল্লী এলাকা। সেখান থেকেই বিষাক্ত চন্দ্রবোড়া সাপটি উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা বলছেন, প্রান্তপল্লী সোসাইটি এলাকায় অনেক ফাঁকা জমি পড়ে রয়েছে। সেগুলির কোনও দেখভাল হয় না। আর সেখানেই বিভিন্ন বিষাক্ত জীবজন্তুর বসবাস হয়েছে। অবহেলায় পড়ে থাকা এই ফাঁকা জমিগুলিতে কখনও সাপ দেখা যায়। কখনও কোনও জন্তুকে পচাগলা অবস্থায় উদ্ধার করতে হয়। জমির মালিকদের অবহেলার জন্যই এমন পরিস্থিতি বলে অভিযোগ তুলছেন অনেকে।
advertisement
advertisement
স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান জানিয়েছেন, ভূমিহীন মানুষদের হাতে এই ফাঁকা জমিগুলি কম দামে তুলে দেওয়া হয়েছিল। যাতে তাঁরা বাড়ি তৈরি করে থাকতে পারেন। সরকারি প্রকল্পের অধীনে এই ফাঁকা জমিগুলি তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছিল। কিন্তু অনেক জমির মালিক রয়েছেন, যাঁরা জমি কিনে রেখে সেগুলিকে ফেলে রেখে দিয়েছেন। সেখানে কোনও বসবাস বা ব্যবসা শুরু করেননি। যার ফলে অবহেলায় পড়ে রয়েছে ফাঁকা জমিগুলি। আর সেখান থেকেই এমন বিষাক্ত সাপ উদ্ধার হয়েছে। তিনি জমির মালিকদের কাছে আবেদন জানিয়েছেন, যাতে এই জমিগুলি ব্যবহারযোগ্য করে তোলা হয় বা সেগুলি পরিষ্কার হয়। যাতে করে বিষাক্ত সাপের উপদ্রব কমে।
advertisement
নয়ন ঘোষ
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Asansol News: এক ছোবলেই হতে পারে মৃত্যু! অবহেলায় পড়ে থাকা জমিতে মিলল বিষাক্ত চন্দ্রবোড়া
Next Article
advertisement
Suvendu Adhikari Challenges Mamata Banerjee: 'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
'নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে ভবানীপুরে মমতাকে হারাবো', ছাব্বিশের আগে হুঙ্কার শুভেন্দুর
  • এবার ভবানীপুরে শুভেন্দু বনাম মমতা?

  • ভবানীপুরেও মমতাকে হারানোর হুঙ্কার শুভেন্দুর৷

  • নন্দীগ্রামের থেকেও বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ৷

VIEW MORE
advertisement
advertisement