Palash Mucchal : স্মৃতি মান্ধানার সঙ্গে বিয়ে ভাঙল, তার পর কী করছেন পলাশ মুচ্ছল? জীবনের সব থেকে বড় কাজটা করছেন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Palak Mucchal : পলাশ মুচ্ছল একজন গায়ক ও মিউজিক কম্পোজার হওয়ার পাশাপাশি একজন পরিচালকও। তিনি ‘ভূতনাথ রিটার্নস’-এর মতো ছবিতে সঙ্গীত দিয়েছেন এবং বহু জনপ্রিয় গানও কম্পোজ করেছেন।
ক্রিকেটার স্মৃতি মান্ধানার সঙ্গে ব্রেকআপ ও বিয়ে ভেঙে যাওয়ার পর পলাশ এখন জীবনে এগিয়ে গেছেন। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটি নতুন দায়িত্ব গ্রহণ নিয়েছেন। তাঁর প্রথম ছবিতে অভিনেতা শ্রেয়াস তলপড়ে কাজ করতে চলেছেন এবং এই ছবির পরিচালক হবেন পালাশ নিজেই। ছবিটি এখনও নামহীন (আনটাইটেল্ড) এবং এতে শ্রেয়াসকে একজন সাধারণ মানুষের চরিত্রে দেখা যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement







