Indian Railways: খুশির হাওয়া আলিপুরদুয়ারে! একাধিক ট্রেনের স্টপেজ পেল কালচিনি-হ্যামিল্টনগঞ্জ, সহজেই হবে শিলিগুড়ি যাতায়াত
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Indian Railways: কালচিনি ব্লকের ব্যস্ততম জনপদ কালচিনি ও হ্যামিল্টনগঞ্জ এলাকা। এই দু'টি এলাকা ব্যবসার দিক থেকেও এগিয়ে। ব্যবসায়ীদের বরাবর দাবি ছিল দু'টি এলাকার রেল স্টেশনে দেওয়া হোক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ।
advertisement
advertisement
এই দাবি পূরণ হয়েছে তাদের। হ্যামিল্টনগঞ্জ রেলস্টেশন পেল শিলিগুড়ি বামন হাট প্যাসেঞ্জার ট্রেনের স্টপেজ। অন্যদিকে কালচিনি রেলস্টেশন পেল শিলিগুড়ি বামনহাট প্যাসেঞ্জার এবং নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সপ্রেস স্টপেজ। এই নিউ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এক্সপ্রেস ট্রেনের স্টপেজ রয়েছে বিন্নাগুড়িতেও। পর্যটনের ক্ষেত্রে আলাদা মাত্রা পাবে কালচিনি ও বিন্নাগুড়ি বলে মনে করছেন পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
advertisement









