Vande bharat Nabadwip Kamakshya Fare: বন্দে ভারতে নবদ্বীপ যেতে কত টাকা ভাড়া? কামাক্ষ্যা যেতেই বা কত পড়বে? দেখে নিন এক নজরে

Last Updated:
ট্রেনটি দুই দিকের যাত্রাপথে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদহ, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রাঙ্গিয়া স্টেশনে থামবে।
1/8
গত শনিবার, ১৭ জানুয়ারি পশ্চিমবঙ্গের মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হয়েছে হাওড়া-কামাক্ষ্যা জাংশন (গুয়াহাটি) বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (২৭৫৭৫/২৭৫৭৬)৷ আনুষ্ঠানিক ভাবে পরিষেবা শুরু হবে কামাক্ষ্যা প্রান্ত থেকে ২২ জানুয়ারি এবং হাওড়া প্রান্ত থেকে ২৩ জানুয়ারি৷
গত শনিবার, ১৭ জানুয়ারি পশ্চিমবঙ্গের মালদহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে উদ্বোধন হয়েছে হাওড়া-কামাক্ষ্যা জাংশন (গুয়াহাটি) বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (২৭৫৭৫/২৭৫৭৬)৷ আনুষ্ঠানিক ভাবে পরিষেবা শুরু হবে কামাক্ষ্যা প্রান্ত থেকে ২২ জানুয়ারি এবং হাওড়া প্রান্ত থেকে ২৩ জানুয়ারি৷
advertisement
2/8
মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে বাণিজ্যিক ভাবে টিকিট বিক্রি৷ প্রথম দিনেই হুহু করে শেষ হয়ে গিয়েছে৷ এক নজরে জেনে রাখুন নবদ্বীপ এবং কামাক্ষ্যা যেতে কত টাকা ভাড়া বেঁধেছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস৷
মঙ্গলবার থেকেই শুরু হয়ে গিয়েছে বাণিজ্যিক ভাবে টিকিট বিক্রি৷ প্রথম দিনেই হুহু করে শেষ হয়ে গিয়েছে৷ এক নজরে জেনে রাখুন নবদ্বীপ এবং কামাক্ষ্যা যেতে কত টাকা ভাড়া বেঁধেছে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস৷
advertisement
3/8
হাওড়া থেকে গুয়াহাটি অর্থাৎ, কামাক্ষ্যা পর্যন্ত ভাড়া করা হয়েছে ২৪৩৫ টাকা (থার্ড এসি), সেকেন্ড এসি ৩১৪৫ টাকা, প্রথম এসি ৩৮৫৫ টাকা৷
হাওড়া থেকে গুয়াহাটি অর্থাৎ, কামাক্ষ্যা পর্যন্ত ভাড়া করা হয়েছে ২৪৩৫ টাকা (থার্ড এসি), সেকেন্ড এসি ৩১৪৫ টাকা, প্রথম এসি ৩৮৫৫ টাকা৷
advertisement
4/8
হাওড়া থেকে এনজেপি, থার্ড এসি ১৪২৫ টাকা, সেকেন্ড এসি ১৮৪০ টাকা, প্রথম এসি ২২৫৫টাকা৷
হাওড়া থেকে এনজেপি, থার্ড এসি ১৪২৫ টাকা, সেকেন্ড এসি ১৮৪০ টাকা, প্রথম এসি ২২৫৫টাকা৷
advertisement
5/8
হাওড়া থেকে নবদ্বীপ ধাম, থার্ড এসি ১০১০ টাকা, সেকেন্ড এসি ১৩০৫ টাকা, প্রথম এসি ১৬০০ টাকা৷
হাওড়া থেকে নবদ্বীপ ধাম, থার্ড এসি ১০১০ টাকা, সেকেন্ড এসি ১৩০৫ টাকা, প্রথম এসি ১৬০০ টাকা৷
advertisement
6/8
 ২৭৫৭৬ কামাখ্যা – হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি ২২ জানুয়ারি থেকে প্রতিদিন (বুধবার ছাড়া) কামাখ্যা থেকে সন্ধে ৬.১৫- এ ছেড়ে পরের দিন সকাল ০৮:১৫-এ হাওড়া পৌঁছবে।
২৭৫৭৬ কামাখ্যা – হাওড়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি ২২ জানুয়ারি থেকে প্রতিদিন (বুধবার ছাড়া) কামাখ্যা থেকে সন্ধে ৬.১৫- এ ছেড়ে পরের দিন সকাল ০৮:১৫-এ হাওড়া পৌঁছবে। নবদ্বীপ পৌঁছবে সন্ধে ১৯;৩৮ মিনিটে
advertisement
7/8
২৭৫৭৫ হাওড়া – কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি ২৩ জানুয়ারি থেকে প্রতিদিন (বৃহস্পতিবার ছাড়া) হাওড়া থেকে সন্ধে ৬.২০ তে ছেড়ে পরের দিন ০৮:২০ তে কামাক্ষ্যা পৌঁছবে।
২৭৫৭৫ হাওড়া – কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনটি ২৩ জানুয়ারি থেকে প্রতিদিন (বৃহস্পতিবার ছাড়া) হাওড়া থেকে সন্ধে ৬.২০ তে ছেড়ে পরের দিন ০৮:২০ তে কামাক্ষ্যা পৌঁছবে।
advertisement
8/8
ট্রেনটি দুই দিকের যাত্রাপথে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদহ, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রাঙ্গিয়া স্টেশনে থামবে।
ট্রেনটি দুই দিকের যাত্রাপথে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, নিউ ফরাক্কা, মালদহ, আলুয়াবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও এবং রাঙ্গিয়া স্টেশনে থামবে।
advertisement
advertisement
advertisement