TRENDING:

বালিশের পাশে রাখা ছিল 'প্যান্ট', আর সেই প্যান্টেই...! ঘরে ঢুকে এ কী করল চোর? হতবাক সকলে!

Last Updated:

Cooch Behar News: মাথার বালিশের পাশে রাখা ছিল প্যান্ট। আর সেই প্যান্টের পকেটে রাখাছিল ১ লক্ষ ৯০ হাজার টাকা। সেই টাকা সমেত প্যান্ট নিয়ে চম্পট দেয় চোর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মাথাভাঙা: গ্রাম থেকে শুরু করে শহর, মাথাভাঙার সর্বত্র হঠাৎই বেড়ে গিয়েছে চুরি। একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেই চলেছে মাথাভাঙায়। আতঙ্কে ভুগছে মাথাভাঙার বিভিন্ন এলাকার মানুষ। এর মাঝেই আবারও দুঃসাহসিক এক চুরির ঘটনা। ঘটনাটি ঘটে পচাগর গ্রাম পঞ্চায়েতের হাজির দোকান সংলগ্ন এলাকায়। স্থানীয় বাসিন্দা গোলজার হোসেনের বাড়িতে চুরির ঘটনাটি ঘটে। কিছুদিন আগেও ওই এলাকায় রাতের অন্ধকারে চুরি হয়। কিছুদিনের ব্যবধানে আবারও চুরির ঘটনায় গোটা এলাকার মানুষ আতঙ্কে।
ঘরে ঢুকে এ কী করল চোর? প্রতীকী ছবি
ঘরে ঢুকে এ কী করল চোর? প্রতীকী ছবি
advertisement

আরও পড়ুন : ৯৯% জানেন ভুল…! বলুন তো টুথপেস্টের টিউবের গায়ের ‘এই’ লাল, সবুজ, নীল, কালো দাগের অর্থ কী?

গোলজার হোসেন জানান, তিনি যখন ঘুমোচ্ছিলেন সেই সুযোগ কাজে লাগিয়েই বাড়িতে ঢোকে চোর। তাঁর মাথার বালিশের পাশে রাখা ছিল তাঁর প্যান্ট। আর সেই প্যান্টের পকেটে রাখা ছিল ১ লক্ষ ৯০ হাজার টাকা। সেই টাকা সমেত আস্ত প্যান্ট নিয়েই চম্পট দেয় চোর। তারপর তাঁর ভাইয়ের চিৎকারে ঘুম ভেঙে যায় তাঁর। তিনি উঠে দেখতে পান তাঁর ঘরের দরজার ছিটকিনি ভাঙা ছিল। এছাড়া দেখেন বালিশের পাশে রাখা তাঁর প্যান্ট উধাও। পাশাপাশি আলমারি ও শো কেস সম্পূর্ণ খোলা অবস্থায়। এরপর তিনি মাথাভাঙা থানায় গিয়ে গোটা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানান।”

advertisement

আরও পড়ুন : ১২ রাজ্যে বৃষ্টিপাত…! ঘন কুয়াশা, শৈত্য প্রবাহ, তুষারপাত সতর্কতা রাজ্যে রাজ্যে! কী হবে বাংলায়? আবহাওয়ার মেগা আপডেট

View More

মাথাভাঙা থানা সূত্রে জানা গিয়েছে, গোটা মাথাভাঙা জুড়ে একের পর এক চুরির ঘটনার তদন্ত চলছে। পুলিশের আশ্বাস দ্রুত এই সকল ঘটনার কিনারা করে ফেলা হবে। তবে এর মাঝেই নতুন নতুন একাধিক ঘটনা ঘটে যাওয়ার ফলে চাপ বাড়ছে পুলিশের। তবে এই সমস্ত চুরির ঘটনার পিছনে একটি বড় দল কাজ করছে এমনটাই মনে করা হচ্ছে।” তবে একের পর এক এ ভাবে চুরির ঘটনায় নাজেহাল মাথাভাঙার বাসিন্দারা। এবং এদিনের টাকা চুরির পাশাপশি প্যান্ট চুরি করায় চোরের কীর্তিতে রীতিমত অবাক সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সার্থক পণ্ডিত

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
বালিশের পাশে রাখা ছিল 'প্যান্ট', আর সেই প্যান্টেই...! ঘরে ঢুকে এ কী করল চোর? হতবাক সকলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল