আরও পড়ুন : ৯৯% জানেন ভুল…! বলুন তো টুথপেস্টের টিউবের গায়ের ‘এই’ লাল, সবুজ, নীল, কালো দাগের অর্থ কী?
গোলজার হোসেন জানান, তিনি যখন ঘুমোচ্ছিলেন সেই সুযোগ কাজে লাগিয়েই বাড়িতে ঢোকে চোর। তাঁর মাথার বালিশের পাশে রাখা ছিল তাঁর প্যান্ট। আর সেই প্যান্টের পকেটে রাখা ছিল ১ লক্ষ ৯০ হাজার টাকা। সেই টাকা সমেত আস্ত প্যান্ট নিয়েই চম্পট দেয় চোর। তারপর তাঁর ভাইয়ের চিৎকারে ঘুম ভেঙে যায় তাঁর। তিনি উঠে দেখতে পান তাঁর ঘরের দরজার ছিটকিনি ভাঙা ছিল। এছাড়া দেখেন বালিশের পাশে রাখা তাঁর প্যান্ট উধাও। পাশাপাশি আলমারি ও শো কেস সম্পূর্ণ খোলা অবস্থায়। এরপর তিনি মাথাভাঙা থানায় গিয়ে গোটা বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ জানান।”
advertisement
মাথাভাঙা থানা সূত্রে জানা গিয়েছে, গোটা মাথাভাঙা জুড়ে একের পর এক চুরির ঘটনার তদন্ত চলছে। পুলিশের আশ্বাস দ্রুত এই সকল ঘটনার কিনারা করে ফেলা হবে। তবে এর মাঝেই নতুন নতুন একাধিক ঘটনা ঘটে যাওয়ার ফলে চাপ বাড়ছে পুলিশের। তবে এই সমস্ত চুরির ঘটনার পিছনে একটি বড় দল কাজ করছে এমনটাই মনে করা হচ্ছে।” তবে একের পর এক এ ভাবে চুরির ঘটনায় নাজেহাল মাথাভাঙার বাসিন্দারা। এবং এদিনের টাকা চুরির পাশাপশি প্যান্ট চুরি করায় চোরের কীর্তিতে রীতিমত অবাক সকলে।
সার্থক পণ্ডিত