IMD Latest Weather Update: ১২ রাজ্যে বৃষ্টিপাত...! ঘন কুয়াশা, শৈত্য প্রবাহ, তুষারপাত সতর্কতা রাজ্যে রাজ্যে! কী হবে বাংলায়? আবহাওয়ার মেগা আপডেট
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
IMD Latest Weather Alert: ফের ভোলবদল আবহাওয়ার। শীতের কামড় শুরু উত্তর ভারত জুড়ে। এদিকে এরইমধ্যে রাজধানী দিল্লি-সহ দেশের ১২টি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। চার রাজ্যে বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা জারি করেছে আইএমডি। একইসঙ্গে ১০টিরও বেশি রাজ্যে ঘন কুয়াশা সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
দিল্লি-এনসিআর-সহ দেশের অনেক রাজ্যেই আজ সকাল থেকে কুয়াশার পুরু চাদরে ঢেকেছে। গত ২৪ ঘণ্টায় পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশের কিছু অংশ, উত্তর-পশ্চিম রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, ঝাড়খণ্ড এবং পশ্চিম বিহার, মধ্যপ্রদেশের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রেকর্ড করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
এই রাজ্যগুলিতে কুয়াশার সতর্কতা জারি :আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন হরিয়ানা ও পঞ্জাবে ঘন কুয়াশা থাকবে। এছাড়াও আগামী তিনদিন উত্তরপ্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ওড়িশা এবং ত্রিপুরায় ঘন কুয়াশা বজায় থাকবে। পাশাপাশি, আগামী ২-৩ দিনের মধ্যে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে সকালে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
advertisement
advertisement
advertisement