৯৯% জানেন ভুল...! বলুন তো টুথপেস্টের টিউবের গায়ের 'এই' লাল, সবুজ, নীল, কালো দাগের অর্থ কী?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Knowledge Story: টুথপেস্ট হাতে নেওয়ার সময় অনেকেই দেখে থাকবেন পেস্টের টিউবের ঠিক নীচে বিভিন্ন রঙের আলাদা আলাদা চিহ্ন করা থাকে। কিন্তু জানেন কি কেন ব্যবহার করা হয় এই চিহ্ন? সব রঙেরই কি আলাদা অর্থ রয়েছে? কী সেই মানে?
advertisement
সকালে ঘুম থেকে উঠেই আমরা প্রতিদিন টুথপেস্ট ব্যবহার করি। কিন্তু এর সঙ্গে সম্পর্কযুক্ত অনেক বিষয়ই রয়েছে যা আমরা জানি না। টুথপেস্টের টিউবের বিভিন্ন রঙের স্ট্রাইপ এবং তাদের অর্থ কিন্তু এমনই একটি অজানা বিষয়। লাল, সবুজ, কালো এবং নীল দিয়ে তৈরি এই স্ট্রাইপের অর্থ হয়তো আপনি জানেন না। চলুন জেনে নেওয়া যাক কী সেই মানে। আসল সত্যিটা জানলে চমকে যাবেন।
advertisement
advertisement
এমনও একটি গুজব ছিল যে কালো রঙের টুথপেস্টে বেশি রাসায়নিক থাকে এবং তাই এটি ব্যবহার করা উচিত নয়। একইভাবে, লাল ডোরা দেওয়া টুথপেস্ট সম্পর্কে বলা হয় যে এতে রাসায়নিকও রয়েছে তবে এটি কালোটির চেয়ে কিছুটা ভাল। ইন্টারনেটে, শুধুমাত্র নীল এবং সবুজ স্ট্রাইপযুক্ত টুথপেস্ট ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে অনেক সময়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement