বুধবার সাত সকালে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নাংডালা চা বাগানে সকাল থেকেই দাপিয়ে বেরোচ্ছিল বাইসন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সকালে জঙ্গল থেকে বেরিয়ে এসে একটি জনবসতি এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বাইসনটি। এদিন বাইসনের হানায় আহত হয়েছেন দুই জন। যার মধ্যে একজন মহিলা, আরেকজন এক কিশোর। একজনের নাম শান্তি তিরকি। অপরজনের নাম নিতেশ ওঁরাও।
advertisement
আরও পড়ুন: মাঝরাতে জঙ্গলের রাস্তায় দুম করে ব্রেক কষল ৩টি ট্রাক! সামনে আস্ত…
বাইসনের হানায় আহত দুই খবর পেয়ে মুহূর্তের মধ্যে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।এরপর খবর দেওয়া হয় বন দফতরে। দলগাঁও রেঞ্জের বনকর্মীদের পাশাপাশি চলে আসেন বীরপাড়া থানার পুলিশ। এখনও পর্যন্ত বাইসনটি ওই এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে বলে জানা যায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বর্তমানে বাইসনটি ডীমডীমা চা বাগানে প্রবেশ করেছে। সেখানে দাপিয়ে বেড়াচ্ছে। চা বাগানের কাজ ছেড়ে পালিয়েছে শ্রমিকরা। বাইসনটি ধরতে এক চা বাগান থেকে অন্য চা বাগানে দৌড়ে বেরচ্ছে বনকর্মীরা। সেটিকে ট্রাঙ্কুলাইজ করার টিম এসে পৌঁছেছে।
Annanya Dey






