Winter Trip to North Bengal: কোলাহল ছেড়ে নির্জনতা! রিকিসুমে প্রকৃতি ও ইতিহাসের অপূর্ব মিলন! বড়দিনের ছুটিতে ঘুরে আসুন

Last Updated:
Winter Trip to North Bengal: রিকিসুমের পাহাড়চূড়ায় আজও দাঁড়িয়ে আছে রিকিসুম হেরিটেজ বাংলো-ব্রিটিশ আমলের এক প্রাচীন বিশ্রামাগার, যা একসময় ব্রিটিশ অফিসার ও রাজপরিবারের প্রিয় গন্তব্য ছিল। আজ সেই বাংলো ধ্বংসস্তূপে পরিণত হলেও, তার প্রতিটি ইট যেন পাহাড়ের বুকে বলে যায় হারিয়ে যাওয়া এক সময়ের গল্প। 
1/5
*পুজোর মরশুমে মনকে খানিক শান্তি দিতে ঘুরে আসতে পারেন এখান থেকে! ভিড়, কোলাহল, শহরের ধোঁয়াশা থেকে পালাতে চাইলে কালিম্পংয়ের কাছে এক অফবিট স্বর্গ আছে, নাম রিকিসুম। প্রকৃতিপ্রেমী, ট্রেকার বা নির্জনতাপ্রেমী, সবার জন্যই এই ছোট্ট পাহাড়ি গ্রাম যেন এক অব্যক্ত শান্তির ঠিকানা।
*পুজোর মরশুমে মনকে খানিক শান্তি দিতে ঘুরে আসতে পারেন এখান থেকে! ভিড়, কোলাহল, শহরের ধোঁয়াশা থেকে পালাতে চাইলে কালিম্পংয়ের কাছে এক অফবিট স্বর্গ আছে, নাম রিকিসুম। প্রকৃতিপ্রেমী, ট্রেকার বা নির্জনতাপ্রেমী, সবার জন্যই এই ছোট্ট পাহাড়ি গ্রাম যেন এক অব্যক্ত শান্তির ঠিকানা।
advertisement
2/5
*কালিম্পং শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত রিকিসুম। এখান থেকে চোখ মেলে দেখা যায় একদিকে সবুজে মোড়া তিস্তাভ্যালি, অন্যদিকে রোদে ঝলমল করা কাঞ্চনজঙ্ঘার শিখর। তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এই জায়গায় লুকিয়ে আছে ইতিহাসের গন্ধও।
*কালিম্পং শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত রিকিসুম। এখান থেকে চোখ মেলে দেখা যায় একদিকে সবুজে মোড়া তিস্তাভ্যালি, অন্যদিকে রোদে ঝলমল করা কাঞ্চনজঙ্ঘার শিখর। তবে শুধু প্রাকৃতিক সৌন্দর্যই নয়, এই জায়গায় লুকিয়ে আছে ইতিহাসের গন্ধও।
advertisement
3/5
*রিকিসুমের পাহাড়চূড়ায় আজও দাঁড়িয়ে আছে রিকিসুম হেরিটেজ বাংলো-ব্রিটিশ আমলের এক প্রাচীন বিশ্রামাগার, যা একসময় ব্রিটিশ অফিসার ও রাজপরিবারের প্রিয় গন্তব্য ছিল। আজ সেই বাংলো ধ্বংসস্তূপে পরিণত হলেও, তার প্রতিটি ইট যেন পাহাড়ের বুকে বলে যায় হারিয়ে যাওয়া এক সময়ের গল্প।
*রিকিসুমের পাহাড়চূড়ায় আজও দাঁড়িয়ে আছে রিকিসুম হেরিটেজ বাংলো - ব্রিটিশ আমলের এক প্রাচীন বিশ্রামাগার, যা একসময় ব্রিটিশ অফিসার ও রাজপরিবারের প্রিয় গন্তব্য ছিল। আজ সেই বাংলো ধ্বংসস্তূপে পরিণত হলেও, তার প্রতিটি ইট যেন পাহাড়ের বুকে বলে যায় হারিয়ে যাওয়া এক সময়ের গল্প।
advertisement
4/5
*স্থানীয়দের বিশ্বাস, এই বাংলো ঘিরে অনেক রহস্যও রয়েছে ।কেউ কেউ বলেন, কুয়াশা নামলে এখানে এক অদ্ভুত নীরবতা ছায়া ফেলে, যেন পাহাড় নিজেই কথা বলতে শুরু করে।ভোরবেলায় সূর্যোদয়ের দৃশ্য কিংবা সন্ধ্যার হালকা কুয়াশা রিকিসুমের প্রতিটি মুহূর্তে মিশে আছে এক মায়াবী আবেশ। কাছেই লাভা, লোলেগাঁও, পেদং-এর মতো জনপ্রিয় স্থান, কিন্তু রিকিসুমের মতো নিস্তব্ধতা আর কোথাও নেই।
*স্থানীয়দের বিশ্বাস, এই বাংলো ঘিরে অনেক রহস্যও রয়েছে ।কেউ কেউ বলেন, কুয়াশা নামলে এখানে এক অদ্ভুত নীরবতা ছায়া ফেলে, যেন পাহাড় নিজেই কথা বলতে শুরু করে।ভোরবেলায় সূর্যোদয়ের দৃশ্য কিংবা সন্ধ্যার হালকা কুয়াশা রিকিসুমের প্রতিটি মুহূর্তে মিশে আছে এক মায়াবী আবেশ। কাছেই লাভা, লোলেগাঁও, পেদং-এর মতো জনপ্রিয় স্থান, কিন্তু রিকিসুমের মতো নিস্তব্ধতা আর কোথাও নেই।
advertisement
5/5
*এখানে পর্যটকের সংখ্যা কম, তাই যাঁরা প্রকৃতির সঙ্গে একান্তে সময় কাটাতে চান তাঁদের জন্য রিকিসুম হতে পারে সেরা ঠিকানা। পাখির ডাক, মেঘে ঢাকা রাস্তা আর ঠান্ডা পাহাড়ি হাওয়া সব মিলিয়ে রিকিসুম কালিম্পংয়ের বুকে এক নিঃশব্দ কবিতা।
*এখানে পর্যটকের সংখ্যা কম, তাই যাঁরা প্রকৃতির সঙ্গে একান্তে সময় কাটাতে চান তাঁদের জন্য রিকিসুম হতে পারে সেরা ঠিকানা। পাখির ডাক, মেঘে ঢাকা রাস্তা আর ঠান্ডা পাহাড়ি হাওয়া সব মিলিয়ে রিকিসুম কালিম্পং-এর বুকে এক নিঃশব্দ কবিতা।
advertisement
advertisement
advertisement