Winter Trip to North Bengal: কোলাহল ছেড়ে নির্জনতা! রিকিসুমে প্রকৃতি ও ইতিহাসের অপূর্ব মিলন! বড়দিনের ছুটিতে ঘুরে আসুন
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Winter Trip to North Bengal: রিকিসুমের পাহাড়চূড়ায় আজও দাঁড়িয়ে আছে রিকিসুম হেরিটেজ বাংলো-ব্রিটিশ আমলের এক প্রাচীন বিশ্রামাগার, যা একসময় ব্রিটিশ অফিসার ও রাজপরিবারের প্রিয় গন্তব্য ছিল। আজ সেই বাংলো ধ্বংসস্তূপে পরিণত হলেও, তার প্রতিটি ইট যেন পাহাড়ের বুকে বলে যায় হারিয়ে যাওয়া এক সময়ের গল্প।
advertisement
advertisement
advertisement
*স্থানীয়দের বিশ্বাস, এই বাংলো ঘিরে অনেক রহস্যও রয়েছে ।কেউ কেউ বলেন, কুয়াশা নামলে এখানে এক অদ্ভুত নীরবতা ছায়া ফেলে, যেন পাহাড় নিজেই কথা বলতে শুরু করে।ভোরবেলায় সূর্যোদয়ের দৃশ্য কিংবা সন্ধ্যার হালকা কুয়াশা রিকিসুমের প্রতিটি মুহূর্তে মিশে আছে এক মায়াবী আবেশ। কাছেই লাভা, লোলেগাঁও, পেদং-এর মতো জনপ্রিয় স্থান, কিন্তু রিকিসুমের মতো নিস্তব্ধতা আর কোথাও নেই।
advertisement









