Jalpaiguri Weather Forecast: ঘূর্ণিঝড় মন্থার জের! ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে, জলপাইগুড়িতে বড় পদক্ষেপ নিল প্রশাসন
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Jalpaiguri Weather Forecast: মন্থার প্রভাবে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাসে সতর্ক উত্তরবঙ্গ জুড়ে। আর তার জেরেই এবার আগাম সর্তকতা অবলম্বন করে বড় পদক্ষেপ নিল জলপাইগুড়ি প্রশাসন
advertisement
1/5

 বাড়ল ফ্লাড কন্ট্রোল রুমের মেয়াদ! কিন্তু কেন? আবার কি নেমে আসছে দুর্যোগের দিন? কালো মেঘের আড়ালে ফের দুশ্চিন্তা গ্রাস করছে তিস্তাপাড়ের বাসিন্দাদের। মন্থার প্রভাবে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাসে সতর্ক উত্তরবঙ্গ জুড়ে। আর তার জেরেই বাড়ল ফ্লাড কন্ট্রোল রুমের মেয়াদ।
advertisement
2/5
 অক্টোবরের ভয়াবহ বন্যার স্মৃতি এখনও তাজা, নতুন করে সতর্ক প্রশাসন। আগামী ১ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় সতর্ক হয়ে উঠেছে জেলা প্রশাসন ও সেচ দফতর। ফলে আগেই নির্ধারিত ৩১ অক্টোবর পর্যন্ত ফ্লাড কন্ট্রোল রুম চালু রাখার সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে বাড়ানো হয়েছে তার কার্যকাল।
advertisement
3/5
 জলপাইগুড়ি জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বৃষ্টির নতুন পূর্বাভাসকে কেন্দ্র করে একটি প্রশাসনিক বৈঠক করেন জেলা শাসক শামা পারভীন। তিনি জানান, “১ নভেম্বর পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তার পরেও আবহাওয়ার পরিস্থিতি দেখে তবেই পাকাপাকিভাবে ফ্লাড কন্ট্রোল রুম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে।”
advertisement
4/5
 অক্টোবর মাসের শুরুতেই ডুয়ার্সে ভয়াবহ বন্যা দেখা দিয়েছিল, যার মধ্যে নাগরাকাটায় প্রাণ হারিয়েছিলেন ১১ জন মানুষ। সেই ঘটনার স্মৃতি এখনও তাজা স্থানীয়দের মনে। তাই নতুন করে বৃষ্টির পূর্বাভাসে আবারও উদ্বেগ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে।
advertisement
5/5
 জলপাইগুড়িতে সেচ দফতরের উত্তর–পূর্ব বিভাগের চিফ ইঞ্জিনিয়ারের কার্যালয়ে থাকা আঞ্চলিক ফ্লাড কন্ট্রোল রুম থেকেই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি ও কোচবিহারের পরিস্থিতি নজরে রাখা হয়। চিফ ইঞ্জিনিয়ার গোরাচাঁদ দত্ত জানান, “রাজ্য থেকে নির্দেশ না এলেও ভারী বৃষ্টির পূর্বাভাসের কারণে ৩১ অক্টোবরের পরেও কন্ট্রোল রুম চালু থাকবে।” অতীতের অভিজ্ঞতা থেকে এবার আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন ও সেচ দফতর।
