ভুটান সীমান্ত দিয়ে ঘেরা আলিপুরদুয়ার জেলা।এই জেলার বীরপাড়া, জয়গাঁ, কুমারগ্রাম এলাকাতে রয়েছে ভুটান সীমান্ত। বিশেষ করে জয়গাঁ এলাকাতে রয়েছে অনেকগুলি ওপেন বর্ডার। যার ফলে খুব সহজে ভুটানের মদ প্রবেশ করছে বাংলায় বলে জানালেন আলিপুরদুয়ার আবগারি আধিকারিক।
আরও পড়ুন- হাওড়া থেকে উত্তরবঙ্গের এই জেলায় ট্রেন, নতুন কোচে আরামসে যাবে সওয়ারি
advertisement
ভুটানে পেট্রোলের দাম কম, গাড়িতে পেট্রোল ভরানোর নাম করে ভুটান গেট দিয়ে গাড়ি প্রবেশ করিয়ে অবৈধ উপায়ে ভুটান মদ আসছে বাংলায়।পণ্যবাহী গাড়িগুলি বেশি এই কাজে যুক্ত। অবৈধ উপায়ে ভুটানের মদ বাংলায় ঢুকিয়ে তা চড়া দামে বিক্রি করার ছক কষে নিয়েছে অনেক ব্যবসায়ী। ভুটানের মদ এইসব ব্যবসায়ীদের কাছে এনে দিতে পারলে মোটা অংকের টাকা পান পণ্যবাহী গাড়ির চালকরা।ভুটানি মদ সবচেয়ে বেশি প্রবেশের রেকর্ড রয়েছে জয়গাঁর ভুটান সীমান্ত দিয়ে।
গত দুসপ্তাহে আবগারি দফতরের অভিযানে মোট ২ কোটি টাকার ভুটানি মদ উদ্ধার করেছে আবগারি দফতর। প্রথমটি উদ্ধার হয় নিমতি হাইওয়ে থেকে। সেখানেই দেড় কোটি টাকার ভুটানি মদ উদ্ধার হয়। এরপর জয়গাঁর এক ব্যবসায়ীর কারখানা থেকে দু লক্ষ টাকার ভুটানি মদ উদ্ধার হয়েছে।
আরও পড়ুন- শিলিগুড়িতে উত্তরকন্যা সংলগ্ন জঙ্গলে নবম শ্রেণির ছাত্রীর দেহ, ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের
আলিপুরদুয়ার আবগারি দফতরের সুপারিন্টেনডেন্ট উগেন সেওয়াঙ ফোনের মাধ্যমে জানান, ” অবৈধ ভুটানের মদের বিরুদ্ধে আমাদের আধিকারিক কর্মীরা অভিযান চালাচ্ছে। তবে সজাগ থাকতে বলব সব এলাকার বাসিন্দাদের। সন্দেহভাজন কিছু দেখলে খবর দিতে হবে আমাদের। “
Annanya Dey