Indian Railways News: দারুণ খবর, হাওড়া থেকে উত্তরবঙ্গের এই জেলায় ট্রেন, নতুন কোচে আরামসে যাবে সওয়ারি
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:SUSMITA GOSWAMI
Last Updated:
Indian Railways News: বালুরঘাট হাওড়া ট্রেনে LHB কোচের উদ্বোধন! যাত্রীদের বিশেষ সুবিধা
দক্ষিণ দিনাজপুর : উত্তরবঙ্গের এক্সপ্রেস ট্রেনে অত্যাধুনিক এল এইচ বি কোচ। বালুরঘাট স্টেশন থেকে বালুরঘাট – হাওড়া রেল পরিষেবার জন্য উন্নত মানের কোচ (এল এইচ বি) নিয়ে যাত্রা শুরু করল এক্সপ্রেস। এদিন বালুরঘাট স্টেশন থেকে এই নতুন কোচ যুক্ত ট্রেনটি সবুজ পতাকা নারিয়ে উদ্বোধন করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। পাশাপাশি উপস্থিত ছিলেন কাটিহার ডিভিশনের ডি আর এম সুরেন্দ্র কুমার সহ অন্যান রেল দফতরের আধিকারিকরা।
বালুরঘাট – হাওড়া এক্সপ্রেস ২০১৪ সালে তৎকালীন রেল প্রতিমন্ত্রী অধীর রঞ্জন চৌধুরী এই ট্রেনের সূচনা করেছিলেন। সপ্তাহে মাত্র ২দিন ছুটত। পরবর্তী সময়ে সুকান্ত মজুমদার ২০২০ এই ট্রেনটির যাত্রা সপ্তাহে পাঁচ দিন করে দেন। তবে এতদিন ধরে বালুরঘাট – হাওড়া এক্সপ্রেস ট্রেনটি চলত পুরনো কোচে। তার বদলে এবার অত্যাধুনিক ঝাঁ চকচকে এল এইচ বি কোচ ছুটবে এই রুটে। প্রতিদিন সকাল সাড়ে সাতটায় হাওড়া থেকে ছেড়ে সন্ধ্যা ছটায় বালুরঘাটে পৌঁছায় এবং ফিরতি পথে আটটা চল্লিশে বালুরঘাট ছেড়ে পর দিন সকাল সাড়ে পাঁচটায় হাওড়া পৌঁছায়। তবে শনি ও রবিবার ট্রেনটি বন্ধ থাকে। আগামীতে এই ট্রেনটিকে সপ্তাহে সাত দিনই চালানোর চেষ্টা চালাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।
advertisement
আরও পড়ুন – Accident in Eid: ইদের আনন্দ ম্লান! ডাম্পার দিল পিষ, প্রাণে বাঁচল না কেউই, রেহাই পেল না দুধের শিশুও
advertisement
এবিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার জানান, “বালুরঘাট রেলস্টেশনের উন্নয়নের নানা কাজ করা হচ্ছে। বালুরঘাট-হাওড়া এক্সপ্রেসে পুরনো কোচ ছিল। এবার তার বদলে অত্যাধুনিক মানের ঝাঁ চকচকে এল এইচ বি কোচ দেওয়া হচ্ছে। এই ট্রেনটি আগে সপ্তাহে একদিন চলত। দীর্ঘ লড়াইয়ের ফলে সপ্তাহে পাঁচ দিন করা হয়েছে। এবার ঝাঁ চকচকে নতুন বগি হচ্ছে। তিনি চেষ্টা করছেন, আগামীতে সাতদিনই ট্রেনটি চলানোর। যাতে জেলাবাসীর সুবিধা হয়।”
advertisement
দক্ষিণ দিনাজপুরের রেল মানচিত্রে বালুরঘাট – হাওড়ার এই ট্রেনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন এই ট্রেনে। নতুন আধুনিক মানের এই এল এইচ বি কোচ দেওয়াতে যাত্রা আরও নিরাপদ ও আরামদায়ক হবে।
Susmita Goswami
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 01, 2025 11:55 PM IST