Accident in Eid: ইদের আনন্দ ম্লান! ডাম্পার দিল পিষ, প্রাণে বাঁচল না কেউই, রেহাই পেল না দুধের শিশুও

Last Updated:

Murshidabad News: ইদের আনন্দ ম্লান! পথ দুর্ঘটনায় মৃত্যু ৪জনের

সামশেরগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যুর পর ক্ষুদ্ধ সাধারণ মানুষ 
সামশেরগঞ্জে পথ দুর্ঘটনায় মৃত্যুর পর ক্ষুদ্ধ সাধারণ মানুষ 
মুর্শিদাবাদ: সোমবার ইদ পালন হলেও মঙ্গলবার ছিল তার রেশ। ইদের আনন্দ পালন করতে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল মুর্শিদাবাদে। নিমেষেই হয়ে গেল সব শেষ। মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটল মঙ্গলবার রাতে।
বাইক নিয়ে ডাকবাংলা দিক থেকে ফারাক্কার দিকে ১২নম্বর জাতীয় সড়কে এক শিশু সহ চারজনকে পিষে দিলো ডাম্পার। মঙ্গলবার রাত আটটা নাগাদ ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় সামসেরগঞ্জের ডাকবাংলা জামিয়া কাটানে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিনজনের। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে আরও একজনকে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
advertisement
advertisement
ঘটনার জেরে বিক্ষুব্ধ সাধারণ মানুষ জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন দীর্ঘক্ষণ ধরে। ওভারলোড ডাম্পার গাড়ির দ্রুত গতিতে যান চলাচলের কারনেই এই পথ দুর্ঘটনার স্বীকার হয়েছেন চারজন বলেই অভিযোগ করেন বাসিন্দারা।
জানা গিয়েছে, দুটি মটর বাইকে চেপে এক শিশু সহ চারজন ইদের আনন্দ উপভোগ করতে জাতীয় সড়ক ধরে বাইক রাইডিং করছিলেন। আর তখনই ডাম্পার এসে দুটি মটর বাইকে পিষে দেয়। ঘটনার জেরে মৃত্যু হয় তাদের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সামসেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঘাতক ডাম্পারটিকে আটক করেছে পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। অন্যদিকে জাতীয় সড়ক অবরোধ তোলার পর দীর্ঘক্ষণ পরে যানজট মুক্ত হয় জাতীয় সড়ক। অন্যদিকে ইদের আনন্দ মুহূর্তেই শোকে পরিনত হতেই মৃতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
advertisement
Kaushik Adhikary
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident in Eid: ইদের আনন্দ ম্লান! ডাম্পার দিল পিষ, প্রাণে বাঁচল না কেউই, রেহাই পেল না দুধের শিশুও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement