Ranveer Allahbadia in Deep Trouble: বাবা-মাকে নিয়ে চরম নোংরা জোকস! সুপ্রিম কোর্টের কেসে বড় ধাক্কা, জানিয়ে দিল বড় সিদ্ধান্ত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ranveer Allahbadia in Deep Trouble: বিয়ারবাইসেপস নামে পরিচিত আলাহবাদিয়া সোমবার বিতর্কের পর তার প্রথম পডকাস্ট পর্ব প্রকাশ করেছেন এবং তাঁর শোতে হাজির ছিলেন বৌদ্ধ ভিক্ষু পালগা রিনপোচে৷ তিনি তাঁর শো-তে আলোচনার জন্য এই ধর্মগুরুকে আমন্ত্রণ জানান।
: মঙ্গলবার সুপ্রিম কোর্ট পডকাস্টার রণবীর আলাহবাদিয়ার পাসপোর্ট ফেরত দেওয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে ইউটিউব কমেডি শো ইন্ডিয়াস গট ল্যাটেন্টে করা তার মন্তব্যের চলমান তদন্ত দুই সপ্তাহ জারি থাকবে, সর্বভারতীয় সম্প্রচারকারী সংস্থা এনডিটিভি জানিয়েছে। আদালত ইউটিউবার আশিস চঞ্চলানির পাসপোর্ট ফেরানোর বিষয়টিও রিজেক্ট করেছে, কারণ তিনি একই মামলায় অভিযুক্ত৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement