শনিবার সকালে ডুয়ার্সের রাঙামাটি ও বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত দুটি চা বাগান থেকে খাঁচাবন্দি হল দুটি চ। বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের লিসরিভার চা বাগানের হোপ ডিভিশনে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে ওই চিতাবাঘটি।
advertisement
এরপর রাঙামাটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাইলি চা বাগানের ৪ নং সেকশন থেকে উদ্ধার হয় লেপার্ড। অন্যদিকে, এদিন বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে ১৩ সালের ৪ নং সেকশন থেকে খাঁচায় বন্দি লেপার্ড উদ্ধার করে নিয়ে যায় বিন্নাগুড়ি রেঞ্জের বনকর্মীরা। উল্লেখ্য ডুয়ার্সের বিভিন্ন এলাকা লেপার্ড উপদ্রব বেড়ে গিয়েছে। একাধিক চা বাগানে এলাকায় প্রতিনিয়ত লেপার্ড আনাগোনা দেখা যাচ্ছে।
উদ্ধার হওয়া চিতাবাঘ
চা বাগান এলাকায় কাজ করতে গিয়ে লেপার্ড আক্রমনে আহত হচ্ছে চা শ্রমিকরা। চা বাগান কর্তৃপক্ষ বন দফতরকে খাঁচা পাতার আবেদন জানিয়েছিল। এরপর বন দফতর ডুয়ার্সের তিনটি চা বাগানে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতে। এদিন তিনটি চা বাগান থেকে চিতাবাঘ খাঁচা বন্দির খবর আসতেই বন দফতর কর্মীরা গিয়ে খাঁচা বন্দি লেপার্ড উদ্ধার করে নিয়ে আসে। দফতর সূত্রে খবর, লেপার্ডগুলির স্বাস্থ্য পরীক্ষার পর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।