Pahalgam Terrorist Attack: 'পহেলগাঁওতে ১৫-১৬ বছরের ছেলেগুলো বাবাকে গুলি করে সেলফি তুলছিল!' শেষকৃত্যের পরেও আতঙ্ক পিছু ছাড়ছে না বেঁচে ফেরা পরিবারের

Last Updated:
Pahalgam Terrorist Attack: আচমকা গুলিবর্ষণে রক্তের স্রোত, চারিদিকে আর্ত চিৎকার! গুলি মারতে মারতে কী করছিল জঙ্গিরা? গোটা ঘটনা হেলমেটে লাগানো ক্যামেরায় রেকর্ড করার মতো ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে এসেছে।
1/9
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে গত ২২ এপ্রিল, মঙ্গলবার বর্বর জঙ্গিহামলায় নিহত হয়েছেন ২৭ জন ভারতীয়।
জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে গত ২২ এপ্রিল, মঙ্গলবার বর্বর জঙ্গিহামলায় নিহত হয়েছেন ২৭ জন ভারতীয়।
advertisement
2/9
আচমকা গুলিবর্ষণে রক্তের স্রোত, চারিদিকে আর্ত চিৎকার! গুলি মারতে মারতে কী করছিল জঙ্গিরা? গোটা ঘটনা হেলমেটে লাগানো ক্যামেরায় রেকর্ড করার মতো ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে এসেছে।
আচমকা গুলিবর্ষণে রক্তের স্রোত, চারিদিকে আর্ত চিৎকার! গুলি মারতে মারতে কী করছিল জঙ্গিরা? গোটা ঘটনা হেলমেটে লাগানো ক্যামেরায় রেকর্ড করার মতো ভয়ঙ্কর তথ্য প্রকাশ্যে এসেছে।
advertisement
3/9
এবার তার চেয়েও আরও ভয়াবহ অভিজ্ঞতার কথা জানা গেল কোনও মতে প্রাণে বেঁচে ফেরা এক যুবকের।
এবার তার চেয়েও আরও ভয়াবহ অভিজ্ঞতার কথা জানা গেল কোনও মতে প্রাণে বেঁচে ফেরা এক যুবকের।
advertisement
4/9
এবার তার চেয়েও আরও ভয়াবহ অভিজ্ঞতার কথা জানা গেল কোনও মতে প্রাণে বেঁচে ফেরা এক যুবক গোল্ডির।
এবার তার চেয়েও আরও ভয়াবহ অভিজ্ঞতার কথা জানা গেল কোনও মতে প্রাণে বেঁচে ফেরা এক যুবক গোল্ডির।
advertisement
5/9
মধ্যপ্রদেশের ইনদোরের এলআইসি ম্যানেজার ৫৮ বছরের সুশীল নাথানিয়েল। স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়ে সেই ঘুরতে যাওয়াই কাল হল। জঙ্গিদের গুলিতে প্রাণ দিতে হল সুশীল নাথানিয়েলকে।
মধ্যপ্রদেশের ইনদোরের এলআইসি ম্যানেজার ৫৮ বছরের সুশীল নাথানিয়েল। স্ত্রী, পুত্র, কন্যাকে নিয়ে সেই ঘুরতে যাওয়াই কাল হল। জঙ্গিদের গুলিতে প্রাণ দিতে হল সুশীল নাথানিয়েলকে।
advertisement
6/9
বাবার মৃত্যু চোখের সামনে দেখলেন পুত্র অস্টিন ওরফে গোল্ডি। বাবার শেষকৃত্যের পরেও এখনও সেদিনের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে।
বাবার মৃত্যু চোখের সামনে দেখলেন পুত্র অস্টিন ওরফে গোল্ডি। বাবার শেষকৃত্যের পরেও এখনও সেদিনের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে।
advertisement
7/9
অস্টিনের দাবি, যে জঙ্গিরা তাঁর বাবাকে মেরেছে, তাদের বয়স ১৫ থেকে ১৬ বছরের বেশি নয়। প্রত্যেকের মাথায় ক্যামেরা বসানো ছিল। খুনের পর সেলফিও তুলছিল তারা।
অস্টিনের দাবি, যে জঙ্গিরা তাঁর বাবাকে মেরেছে, তাদের বয়স ১৫ থেকে ১৬ বছরের বেশি নয়। প্রত্যেকের মাথায় ক্যামেরা বসানো ছিল। খুনের পর সেলফিও তুলছিল তারা।
advertisement
8/9
অস্টিন জানিয়েছেন, তাঁর বোনের পায়েও গুলি লেগেছে। তাঁর এবং তাঁর মায়ের কোনও আঘাত লাগেনি। বাবার মৃত্যুর পর কোনও রকমে মা এবং বোনকে নিয়ে সেখান থেকে পালাতে পেরেছিলেন অস্টিন।
অস্টিন জানিয়েছেন, তাঁর বোনের পায়েও গুলি লেগেছে। তাঁর এবং তাঁর মায়ের কোনও আঘাত লাগেনি। বাবার মৃত্যুর পর কোনও রকমে মা এবং বোনকে নিয়ে সেখান থেকে পালাতে পেরেছিলেন অস্টিন।
advertisement
9/9
সংবাদ সংস্থা পিটিআইকে গোল্ডি জানান, ''জঙ্গিদের মধ্যে বাচ্চা বাচ্চা কয়েক জন ছেলে ছিল। খুব বেশি হলে ওদের বয়স ১৫ বছর হবে। অন্তত চার জন ছিল ওরা। হামলার সময়ে ওরা নিজস্বী তুলছিল। মাথায় বসানো ছিল ক্যামেরা।''
সংবাদ সংস্থা পিটিআইকে গোল্ডি জানান, ''জঙ্গিদের মধ্যে বাচ্চা বাচ্চা কয়েক জন ছেলে ছিল। খুব বেশি হলে ওদের বয়স ১৫ বছর হবে। অন্তত চার জন ছিল ওরা। হামলার সময়ে ওরা নিজস্বী তুলছিল। মাথায় বসানো ছিল ক্যামেরা।''
advertisement
advertisement
advertisement