Pahalgam Attack NIA: কী হয়েছিল সেদিন? পহেলগাঁও হত্যাকাণ্ডের গোটা ভিডিও রয়েছে একজনের কাছে, ফুটেজ দেখে চমকে উঠল NIA, এবার হবে 'অ্যাকশন'
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Pahalgam Attack NIA: গোয়েন্দাদের একাংশের মত, ওই ভিডিও ফুটেজে যে ভাবে জঙ্গিদের গতিবিধি ধরা পড়েছে, পরবর্তী কালে তা তদন্তে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে।
কলকাতা: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে গত ২২ এপ্রিল, মঙ্গলবার বর্বর জঙ্গিহামলায় নিহত হয়েছেন ২৭ জন ভারতীয়। কী হয়েছিল সেদিন? কোথা থেকে, কতজন, ঠিক কোন সময়, কীভাবে হামলা চালিয়েছিল জঙ্গিরা? সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে বৈসরন উপত্যকায় উপস্থিত একজনের কাছেই।
আর সেই সমস্ত ফুটেজ এবার হাতে পেল এনআইএ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ২২ এপ্রিল হত্যাকাণ্ডের দৃশ্য গাছে উঠে ক্যামেরাবন্দি করেছিলেন স্থানীয় এক চিত্রগ্রাহক। ঘটনার সেই ভিডিও ফুটেজ এখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে।
advertisement
advertisement
#BreakingNews | Witness Videos Provide Crucial Lead as NIA Begins Probe into Baisaran Terror Attack4o@Arunima24 shares more details@kritsween | #PahalgamTerroristAttack #pahalgamattack pic.twitter.com/Ijk4vPsgOa
— News18 (@CNNnews18) April 27, 2025
গোয়েন্দাদের একাংশের মত, ওই ভিডিও ফুটেজে যে ভাবে জঙ্গিদের গতিবিধি ধরা পড়েছে, পরবর্তী কালে তা তদন্তে বড় হাতিয়ার হয়ে উঠতে পারে। ঘটনার তদন্তে নেমে মূল প্রত্যক্ষদর্শী হিসাবে এক স্থানীয় চিত্রগ্রাহকের হদিস পেয়েছেন তদন্তকারীরা। তাঁদের একটি সূত্রের খবর, ওই চিত্রগ্রাহক গাছে উঠে গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং করেছিলেন।
advertisement
আরও পড়ুন: ‘পহেলগাঁওতে ১৫-১৬ বছরের ছেলেগুলো বাবাকে গুলি করে সেলফি তুলছিল!’ শেষকৃত্যের পরেও আতঙ্ক পিছু ছাড়ছে না বেঁচে ফেরা পরিবারের
তদন্তকারীদের অনুমান, ওই ফুটেজ থেকে গুরুত্বপূর্ণ সূত্র মিলতে পারে। এনআইএ সূত্রে খবর, ওই ভিডিওতে দেখা গিয়েছে ভ্যালির যে দিকে স্থানীয় দোকানগুলি ছিল, সেখানেই প্রথম হামলা চালায় জঙ্গিরা। দোকানের পিছনে লুকিয়ে ছিল দুই জঙ্গি। সেখানেই ৪ জনকে পর পর গুলি করা হয়। গুলিচালনার পরই চারিদিকে উদভ্রান্তের মতো ছুটতে শুরু করেন আশপাশের মানুষজন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2025 6:22 PM IST