TRENDING:

South Dinajpur News: শুধু ইলিশ নয়, রয়েছে আরও এক রুপোলি মাছ! খেতে দারুণ হলেও এখন আর মেলে না বললেই চলে

Last Updated:

বালুরঘাট শহরের বুক চিরে চলা আত্রেয়ী নদী এই মাছের জন্য বিখ্যাত ছিল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের বুক চিরে চলা আত্রেয়ী নদী রাইখোর মাছের জন্য বিখ্যাত হলেও বর্তমানে সেই মাছ অমিল হয়ে পড়ছে। যাকে রুপোলি মাছ বলে ডাকা হয়। ভরা জোৎস্নায় ভেসে যেত আত্রেয়ীর বুকে। যেন রুপোর অলংকার পড়ে নৌকো বিহারে বেরিয়েছেন কোন নারী। বর্তমানে এই মাছের চাহিদা থাকলেও নেই কোন জোগান। বলা যেতেই পারে নদী থেকে বিলুপ্তির পথে আত্রেয়ীর বিখ্যাত রাইখোর মাছ।
advertisement

বর্ষাকাল এলে বাজারে হাতে গোনা কয়েকজন ব্যবসায়ীর কাছেই এই মাছ মেলে। বর্ষা পেরোলেই আবার সেইভাবে দেখা মেলে না বললেই চলে৷ এ জন্যই রাইখোরের পাশাপাশি অন্যান্য নদীয়ালি মাছ প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। মূলত বালুরঘাট শহরের তহ বাজার, সাহেব কাছারি বাজার, চকভৃগু বাজার, পাওয়ার হাউস বাজার সহ শহরের বিভিন্ন জায়গায় রাইখোর প্রচুর পরিমাণে দেখা যেত। আমদানিও বেশ ভাল ছিল। কিন্তু, গত কয়েক বছর ধরে বালুরঘাটের বাজারগুলিতে সে ভাবে দেখা মিলছে না রাইখোরের।

advertisement

আরও পড়ুন: নাওয়া খাওয়ার জলটুকুও মিলবে না! বালুরঘাটের বাসিন্দাদের জন্য আসছে সবচেয়ে বড় দুর্ভোগের দিন

এবিষয়ে পরিবেশপ্রেমী তুহিনশুভ্র মণ্ডল জানান, “রাইখর মাছ আমাদের অহঙ্কার ছিল। বাবা ঠাকুরদার কাছে শুনেছি, দুর্গাপুজোর পর পর আত্রেয়ী নদীতে রাইখোর মাছের এত জোগান হত যে, নদীর জলের রং বোঝা যেত না। এখন সেই মাছ নদীতে প্রায় বিলুপ্তির পথে।”

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

জলের প্রবহমানতা অনেক কমে যাওয়ায় এই মাছ আর দেখা যাচ্ছে না। বাংলাদেশের চলনবিল থেকে উজানে রাইখোরের জোয়ার আসত। চলনবিলের সঙ্গে যোগাযোগ ক্ষীণ হয়ে পড়েছে নানা জায়গায় নদীবাঁধের কারণে। নদীর তীরের জলে যেখানে ঘাস জাতীয় গুল্ম থাকে, সেটা রাইখোর মাছের পছন্দের জায়গা। বর্তমানে নদী তীরের জমিতে প্রচুর কীটনাশক দেওয়া হচ্ছে। সেই জল নদীতে মিশে রাইখোরের বসবাসের অযোগ্য করে ফেলেছে। দূষণ হওয়ার কারণে ডিমও দিচ্ছে না। আগের মত ঠিকঠাক বৃষ্টিও তো এখন হয় না। তাই বলা যেতেই পারে রাইখোর এখন আত্রেয়ী নদীতে পাওয়া স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
রাজ্যে হু হু করে বাড়ছে 'এই' ব্যবসা!বাঁকুড়ার ব্যবসায়ীর দেখানো পথ দিতে পারে অঢেল লক্ষ্মীলাভ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী 

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: শুধু ইলিশ নয়, রয়েছে আরও এক রুপোলি মাছ! খেতে দারুণ হলেও এখন আর মেলে না বললেই চলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল