TRENDING:

Drug Smuggling: সব লুকোচুরি শেষ, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য! মালদহ পুলিশের জালে 'মোস্ট ওয়ান্টেড'

Last Updated:

Drug Smuggling: পুলিশের জালে ধরা পড়ল আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পাণ্ডা। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মনিপুর-সহ একাধিক রাজ্যে একাধিক মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড মহম্মদ হাসমতকে অবশেষে গ্রেফতার করেছে মালদহ পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মালদহ, সেবক দেবশর্মা: মালদহে পুলিশের জালে ধরা পড়ল আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পাণ্ডা। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে একাধিক মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড মহম্মদ হাসমতকে অবশেষে গ্রেফতার করল পুলিশ।
মালদহ থেকে গ্রেফতার আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পাণ্ডা
মালদহ থেকে গ্রেফতার আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পাণ্ডা
advertisement

গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে তাকে গ্রেফতার করেছে মালদহ পুলিশ। মালদহের কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলার বাসিন্দা হাসমত। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মনিপুর-সহ একাধিক রাজ্যে মাদক কারবারের বড়সড় চক্র তৈরি করেছিল হাসমত। এর আগে হাসমত দলের অন্তত একশো মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যে তার মাদক চক্র সক্রিয় বলে খবর রয়েছে পুলিশের কাছে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

advertisement

আরও পড়ুনঃ ফাঁকা বাড়ির সুযোগে সন্তর্পণে লুট! সোনা, নগদ সব হওয়া, উধাও ঠাকুরঘরের মূল্যবান মূর্তিও, কপাল চাপড়াচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী

হাসমতের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সাগরেদ সাব্বির শেখ এবং রবিউল শেখকে। সাব্বির মালদহের কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা। রবিউলের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। হাসমত এ রাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা বলে দাবি পুলিশের।

advertisement

আরও পড়ুনঃ এশিয়ার অন্যতম বিষাক্ত সাপ! যার এক ছোবলেই ছবি, বসতি এলাকায় সেই বিরল ব্যান্ডেড ক্রেইটের দেখা, কী হল তারপর?

সেরা ভিডিও

আরও দেখুন
জগদ্ধাত্রী পুজোয় পুরুলিয়ায় ১৪ ফুটের প্রতিমা, দেখে চোখ ফেরানো দায়! বিসর্জন আরও স্পেশাল
আরও দেখুন

প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মালদহে পুলিশের মাদকবিরোধী অভিযানের কারণে হাসমত তার মাদক তৈরির ঘাঁটি সম্প্রতি মালদহের কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ নিয়ে যায়। হাসমতের খোঁজে তদন্ত করছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোও (NCB)। হাসমত ও তার সঙ্গীদের গ্রেফতার করে আনা হয়েছে মালদহে। ধৃতদের মঙ্গলবার মালদহ আদালতে তোলা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেবে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Drug Smuggling: সব লুকোচুরি শেষ, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য! মালদহ পুলিশের জালে 'মোস্ট ওয়ান্টেড'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল