গোপন সূত্রে খবর পেয়ে কলকাতা থেকে তাকে গ্রেফতার করেছে মালদহ পুলিশ। মালদহের কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলার বাসিন্দা হাসমত। পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মনিপুর-সহ একাধিক রাজ্যে মাদক কারবারের বড়সড় চক্র তৈরি করেছিল হাসমত। এর আগে হাসমত দলের অন্তত একশো মাদক কারবারিকে পুলিশ গ্রেফতার করেছে। পশ্চিমবঙ্গ ছাড়াও একাধিক রাজ্যে তার মাদক চক্র সক্রিয় বলে খবর রয়েছে পুলিশের কাছে। তার বিরুদ্ধে একাধিক মাদক ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
advertisement
হাসমতের সঙ্গেই গ্রেফতার করা হয়েছে তার আরও দুই সাগরেদ সাব্বির শেখ এবং রবিউল শেখকে। সাব্বির মালদহের কালিয়াচকের শাহবাজপুরের বাসিন্দা। রবিউলের বাড়ি ঝাড়খণ্ডের রাজমহলে। হাসমত এ রাজ্যে ব্রাউন সুগার তৈরি এবং ডিস্ট্রিবিউশনের অন্যতম মাথা বলে দাবি পুলিশের।
প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, মালদহে পুলিশের মাদকবিরোধী অভিযানের কারণে হাসমত তার মাদক তৈরির ঘাঁটি সম্প্রতি মালদহের কালিয়াচক থেকে সরিয়ে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ নিয়ে যায়। হাসমতের খোঁজে তদন্ত করছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোও (NCB)। হাসমত ও তার সঙ্গীদের গ্রেফতার করে আনা হয়েছে মালদহে। ধৃতদের মঙ্গলবার মালদহ আদালতে তোলা হয়। আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের হেফাজতে নেবে পুলিশ।
