পুজোর সময় বাড়ি থেকে লক্ষাধিক টাকা ও সোনা নিয়ে চম্পট! পুলিশের জালে অভিযুক্ত, উদ্ধার খোয়া যাওয়া নগদ, গয়না
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Siliguri News : শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগর এলাকায় চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। উদ্ধার প্রায় ৬ লক্ষ টাকা নগদ এবং ১০ ভরি সোনার অলংকার।
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য : শিলিগুড়ির ৩৬ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন নগর এলাকায় চুরির ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে আশিঘর ফাঁড়ির পুলিশ। ধৃতের নাম জব্দুল হুসেন, বাড়ি জয়গাঁও ঝরনা বস্তি এলাকায়। তার কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৬ লক্ষ টাকা নগদ এবং ১০ ভরি সোনার অলংকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২১ অক্টোবর দুপুরে আশিঘর এলাকার এক বাড়ির সদস্যরা ঠাকুর দেখতে বাইরে যান। সেই সুযোগে দুষ্কৃতীরা ফাঁকা বাড়িতে ঢুকে নগদ অর্থ ও সোনার গয়না নিয়ে চম্পট দেয়। কয়েক ঘণ্টা পর বাড়ি ফিরে পরিবারের সদস্যরা দেখতে পান দরজা ভাঙা এবং ঘর তছনছ অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গেই আশিঘর ফাঁড়িতে খবর দেওয়া হয় এবং ২৩ অক্টোবর লিখিত অভিযোগ দায়ের করা হয়।
advertisement
আরও পড়ুন : একপাল হাতির প্রাণ যেতে বসেছিল, আশঙ্কা ছিল বড় দুর্ঘটনার! দুই সতর্ক চালক রুখে দিলেন সব, এখন সকলের কাছে ‘হিরো’
অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং অভিযুক্তকে শনাক্ত করে। পরে গোপন সূত্রে খবর পেয়ে জয়গাঁও এলাকা থেকে ধৃতকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া টাকাপয়সা ও অলংকার উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। চুরির ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তদন্তের স্বার্থে ধৃতকে রিমান্ডে নিয়ে জেরা করা হচ্ছে। এদিকে, এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থার জোরদার দাবি তুলেছেন। পুলিশ জানিয়েছে, শহরে উৎসবের সময় চুরির ঘটনা রুখতে টহল ও নজরদারি আরও বাড়ানো হবে। আগামীকাল ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Siliguri,Darjeeling,West Bengal
First Published :
October 28, 2025 7:22 AM IST

