East Bardhaman News: দেখার মতো সাজসজ্জা, বর্ধমান টাউন হলে জমজমাট লিটিল ম্যাগাজিন মেলা! সাহিত্যপ্রেমীদের দারুণ উৎসব
- Reported by:Sayani Sarkar
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
East Bardhaman News: বই প্রেমীদের জন্য সুখবর, বর্ধমানের টাউন হলে শুরু হয়েছে লিটিল ম্যাগাজিন মেলা। মেলা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
advertisement
advertisement
কাজী নজরুল ইসলামের ১২৫ বছর উপলক্ষ্যে তাঁর নামে করা হয়েছে বাইরের তোরণ এবং কবি সুকান্ত ভট্টাচার্য ও নাট্যকার বাদল সরকারের শতবার্ষিকী তোরণ, মণীন্দ্র গুপ্ত ও সনজীদা খাতুন প্রাঙ্গণ, ঋত্ত্বিক ঘটক শতবার্ষিকী মঞ্চে তিনদিন ধরে কবিতা, গল্প, গান, আলোচনা, বিতর্ক ইত্যাদি নানান অনুষ্ঠানে অংশ নেবেন কবি সাহিত্যিক সম্পাদক সহ বিশিষ্টজন। মেলা উদ্বোধন করেন সাহিত্যিক যশোধরা রায়চৌধুরী।
advertisement
এই লিটিল ম্যাগাজিন মেলা থেকে সুব্রত চক্রবর্তী স্মৃতি সম্মাননা তুলে দেওয়া হবে বর্ষিয়ান কবি কার্তিক গঙ্গোপাধ্যায়ের হাতে। আলোক সরকার স্মৃতি সম্মাননা পাবেন "শুধু সুন্দরবন চর্চা" পত্রিকা নিয়ে দীর্ঘকালীন নিরবিচ্ছিন্ন কাজের জন্য। বর্ধমান লিটল ম্যাগাজিন মেলা বিশেষ সম্মাননা তুলে দেওয়া হবে এই শহরের সাংস্কৃতিক পরিমন্ডল তৈরিতে বিশেষ ভূমিকা রাখা অভিযান গোষ্ঠীকে।
advertisement
advertisement
বর্ধমান স্টেশনের দিক থেকে গেলে টোটো অথবা টাউন সার্ভিস ধরে আপনাকে যেতে হবে টাউন হলে। নবাব হাট অথবা উল্লাস বাসস্ট্যান্ডের দিক থেকে এলে টাউন সার্ভিস ধরে আপনাকে আসতে হবে টাউন হলে। এছাড়াও শহরে যে কোন প্রান্ত থেকে মাত্র ১০ অথবা ২০ টাকা দিয়ে টোটো করে আপনি পৌঁছে যেতে পারেন বর্ধমানের টাউন হলে। (ছবি ও তথ্য: সায়নী সরকার)







