Chhath Puja : ছটপুজোর ঘাটে তুমুল হুড়োহুড়ি, তাকে দেখে হাত-পা ঠাণ্ডা হয়ে গেল পুণ্যার্থীদের! হঠাৎ কে এসেছিল জানেন?

Last Updated:

Chhath Puja : ভোরে ছট পুজোর জন্য বাসরা নদীর ঘাটে এসেছিলেন ভক্তরা। কিন্তু পুজো চলাকালীন ভোরেই বক্সা জঙ্গল থেকে বেরিয়ে এলো একটি বুনো হাতি।

+
ছটঘাটে

ছটঘাটে হাতি

কালচিনি, অনন্যা দে: ভোরে ছট পুজোর জন্য বাসরা নদীর ঘাটে এসেছিলেন ভক্তরা। কিন্তু পুজো চলাকালীন সে চলে আসবে তা কে জানত। এদিন ভোরেই বক্সা জঙ্গল থেকে বেরিয়ে এল একটি বুনো হাতি। এই হাতিটিকে দেখে দৌড়াদৌড়ি শুরু হয়ে যায় ছট ঘাটে। হাতিটি বক্সা জঙ্গলের হাতি বলে জানা যায়।
এলাকাবাসীরা জানিয়েছেন, এই হাতিটি বাসরা নদীর ঘাট দিয়ে মাঝেমধ্যে ঘুরে বের হয়। জঙ্গল সংলগ্ন ছট ঘাট হওয়ার কারণে পুজোর আগের থেকেই বন কর্মীদের টহলদারি দেখা গিয়েছিল এলাকায়। ভয় ছিল গতকাল সন্ধ্যায় না বেরিয়ে আসে হাতি। তবে সেরকম ঘটনা ঘটেনি বলে স্বস্তি পেয়েছিলেন সকলেই।
advertisement
advertisement
এদিন ভোরের আলো ফুটতে জঙ্গল থেকে বেরিয়ে আসে হাতিটি। ছট ঘাট, প্রধান সড়ক সব স্থান দিয়েই হাতিটিকে দৌঁড়তে দেখা যায়। হাতিকে দৌঁড়তে দেখে হুড়োহুড়ি পরে যায়। অজিত শা নামের এক পুণ‍্যার্থী জানান,”হাতি যেভাবে ছুটছিল, দেখেই তো মৃত‍্যুভয় ধরে গিয়েছিল। আমাদের তো হাত,পা ঠান্ডা হয়ে গিয়েছিল।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও বনকর্মীদের উপস্থিতি দেখা যায় এলাকায়। তারা হাতিটিকে আবারও জঙ্গলে পাঠাতে সক্ষম হন।হুড়োহুড়ির কারণে অনেক ভক্ত সামান্য আহত হয়েছে বলে জানা যায়। বনকর্মীদের অনুমান, ছট ঘাটে বাজি ফাটানোর কারণে হাতিটি জঙ্গল থেকে বেরিয়ে আসে। তাঁদের মতে এখনও মানুষ সাবধান হচ্ছেন না।
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Chhath Puja : ছটপুজোর ঘাটে তুমুল হুড়োহুড়ি, তাকে দেখে হাত-পা ঠাণ্ডা হয়ে গেল পুণ্যার্থীদের! হঠাৎ কে এসেছিল জানেন?
Next Article
advertisement
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
মানুষের আয়ু হতে চলেছে ১৫০ বছর! বিশ্বজুড়ে চর্চায় চিনের ‘লংজিভিটি পিল’! জেনে নিন এর ক্ষমতা  
  • Lonvi Biosciences দাবি করেছে তাদের Longevity Pill দিয়ে মানুষ ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারে.

  • Longevity Pill-এর প্রধান উপাদান Procyanidin C1 ইঁদুরের আয়ু ৯.৪ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে.

  • বিশেষজ্ঞদের মতে, মানুষের জন্য Longevity Pill-এর কার্যকারিতা নিয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি.

VIEW MORE
advertisement
advertisement