বিরাটি যদুবাবুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০০ দোকান, কী ভাবে লাগল আগুন?
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Birati Fire: আচমকা আগুনে প্রায় দুশোটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। বছর শেষের মুখে এই অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে চরম সংকটে পড়েছেন বাজারের অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, এই যদু বাবুর বাজারে ২০০১ সালেও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। প্রায় দুই দশক পর ফের একই বাজারে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন উত্তর দমদম পুরসভার পুরপ্রধান বিধান বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় পুর প্রতিনিধি প্রশান্ত দাস সহ অন্যান্য পুরকর্মীরা
advertisement
পুরপ্রধান সরজমিনে এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত দোকানদারদের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেন।অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকানদারদের অনেককেই অসহায় অবস্থায় কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। বহু দোকানের মালপত্র, নগদ টাকা ও ব্যবসায়িক সরঞ্জাম সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছে
advertisement
তবে ঠিক কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও নির্দিষ্ট করে জানা যায়নি।দমকল সূত্রে জানানো হয়েছে, কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। এই অগ্নিকাণ্ডে স্টেশন সংলগ্ন বাজারের বহু ব্যবসায়ী ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়লেন। ফলে দ্রুত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি উঠেছে ক্ষতিগ্রস্তদের তরফে








