Chhath Puja : পাহাড়ে ভক্তির ঢেউ! দার্জিলিং, কালিম্পংয়ে ছট পুজোয় বিশেষ ব্যবস্থা! কীভাবে সূর্যদেবকে অর্ঘ্য দিলেন ব্রতীরা, দেখুন
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
Chhath Puja : নদী না থাকলেও ভক্তির ঢেউ আটকে রাখা যায়নি পাহাড়ে। কৃত্রিম জলাশয়েই সকাল-সন্ধ্যে সূর্য দেবতা ও ছটিমাইকে অর্ঘ্য নিবেদন করলেন হাজারো ভক্ত। পাহাড়জুড়ে আজ সম্পন্ন হল ছটপুজো।
advertisement
1/6

নদী না থাকলেও ভক্তির ঢেউ আটকে রাখা যায়নি পাহাড়ে। কৃত্রিম জলাশয়েই সকাল-সন্ধ্যে সূর্য দেবতা ও ছটিমাইকে অর্ঘ্য নিবেদন করলেন হাজারো ভক্ত। দার্জিলিং, কালিম্পং, সিকিম - পুরো পাহাড়জুড়ে আজ সম্পন্ন হল ছটপুজো। শঙ্খধ্বনি, ঢাকের তাল, ফুলের সুবাস ও ভক্তদের শ্রদ্ধায় ভরে উঠল প্রত্যেক পুজোস্থল। <strong>(ছবি ও তথ্য - ঋত্বিক ভট্টাচার্য)</strong>
advertisement
2/6
দার্জিলিংয়ের ঠাকুরবাড়ি মন্দির প্রাঙ্গণে তৈরি করা বড় কৃত্রিম জলাশয় ছিল আয়োজনের কেন্দ্রবিন্দু। সূর্যাস্তের অর্ঘ্যের সময় ভক্তদের দীর্ঘ সারি দেখা যায় সেখানে। শেষে আলো, প্রদীপ ও সান্ধ্য আরতির মাধুর্যে ভরে ওঠে মন্দির চত্বর।
advertisement
3/6
শুধু দার্জিলিং নয়, রিয়াং, ঘুম শিবমন্দির, সোনাদা শিবমন্দির ও সিংদা ফাঁটাক শিবমন্দিরেও পালিত হয়েছে ছটপুজো। সব জায়গায় ছিল একই আবেগ, একই ভক্তি। পাহাড়ে বহু বছর ধরে এই পুজো পালন হলেও, এ বছর অংশগ্রহণকারীর সংখ্যা ছিল নজরকাড়া। অনেকেই পরিবারের সদস্যদের নিয়ে সকাল থেকেই হাজির হন প্রণাম জানাতে।
advertisement
4/6
এদিকে কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডেও জমে ওঠে ভক্তদের ভিড়। কুণ্ডের চারপাশে আলপনা, প্রদীপসজ্জা এবং ভক্তদের গলায় ছটের সুর মিলিয়ে তৈরি হয় অনন্য উৎসবের আবহ। ভোরের সূর্যোদয়ের অর্ঘ্যে যেন পাহাড়ের আকাশও রঙিন হয়ে ওঠে।
advertisement
5/6
সিকিমের জোরেথাং নয়া বাজারেও একই রকম দৃশ্য। তিস্তার ধারের বাতাসে প্রার্থনার শান্ত স্পর্শ ছড়িয়ে পড়ে। সকলের মুখে একটাই কথা, “নদী থাক বা না থাক, ভক্তি থাকলেই ছটপুজো পূর্ণ হয়।”
advertisement
6/6
ধর্ম-বর্ণ-ভাষা নির্বিশেষে মানুষের মিলন এবং একাত্মতার নিদর্শন হল এই উৎসব। পাহাড় আজ আবার দেখল সেই সৌহার্দ্য, সেই প্রার্থনার শক্তি। ছটিমাইয়ের কাছে সবার প্রার্থনা - শান্তি, সুস্বাস্থ্য ও ভালো থাকা। <strong>(ছবি ও তথ্য : ঋত্বিক ভট্টাচার্য)</strong>