শিলিগুড়ি জেলা হাসপাতালে নিরাপত্তা নিয়ে চিন্তা দূর! বিরাট বন্দোবস্তের পথে কর্তৃপক্ষ, খুশি সব মহল
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Ricktik Bhattacharjee
Last Updated:
রাজ্যের প্রতিটি সরকারি হাসপাতালে নিরাপত্তা জোরদারের নির্দেশের পরই এবার নতুন সাজে তৈরি হচ্ছে শিলিগুড়ি জেলা হাসপাতাল।
advertisement
advertisement
বর্তমানে হাসপাতালে ৪৪টি সিসি ক্যামেরা গুরুত্বপূর্ণ সব জায়গায় লাগানো রয়েছে। পাশাপাশি দায়িত্বে রয়েছেন ১৫ জন পুলিশ কর্মী, ১২ জন বেসরকারি নিরাপত্তারক্ষী এবং ২৪ জন সিভিক ভলেন্টিয়ার। হাসপাতালের ভিতরে নির্দিষ্ট সময় ছাড়া প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। যদি কেউ অপ্রয়োজনীয়ভাবে ভিতরে প্রবেশ বা ঝামেলা করে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন নিরাপত্তাকর্মীরা।
advertisement
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, সম্প্রতি মুখ্য সচিব মনোজ পন্থের নেতৃত্বে রাজ্য সরকারের এক ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত জেলা হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেন। সেখানে জানানো হয়েছে, শুধু নিরাপত্তাকর্মী রাখলেই হবে না, তাঁদের বৈধ পরিচয়পত্রও দিতে হবে— যাতে প্রতিটি হাসপাতাল নিরাপত্তার নিরিখে আরও সুরক্ষিত হয়ে ওঠে। (ছবি ও তথ্য: ঋত্বিক ভট্টাচার্য)
