বক্সা বন দফতর সূত্রে জানা যায়, বাঘেদের খাদ্য সুনিশ্চিত করার উদ্দেশ্যে বীরভূমের বল্লভপুর অভয়ারণ্য থেকে বক্সার জঙ্গলে ৮৬ টি চিতল হরিণ নিয়ে আসা হল। জঙ্গল সংলগ্ন জনবসতি এলাকায় বাঘের চলে আসার ঘটনা অনেকাংশে রোখা যাবে বলে মনে করছে বন দফতর।
আরও পড়ুনঃ আচমকাই বাড়িতে ঢুকে পড়ল বিশাল প্রাণীটা, রক্তাক্ত অবস্থায় হাসপাতালে মহিলা
advertisement
বল্লভপুর অভয়ারণ্য থেকে ৮৬ টি হরিণ ধরতে সময় লেগেছে প্রায় ৫ দিন।সড়কপথে ১৯ ঘণ্টা পথ পাড়ি দিয়ে শুক্রবার বিকেলে হরিণ গুলি বক্সার জঙ্গলে এসে পৌঁছয়। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর হরিণ গুলিকে কিছুক্ষণ বিশ্রাম করতে দেওয়া হয়।
আরও পড়ুনঃ পরীক্ষাকেন্দ্রে যাওয়ার সময় গরুর গুঁতোয় আহত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী! হাসপাতাল থেকেই পরীক্ষা
এরপর হরিণ গুলিকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের গভীর জঙ্গলে ছেড়ে দেন বন কর্মীরা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র আধিকারিক অপূর্ব সেন জানান, "বক্সার জঙ্গলে বাঘ ছাড়ার কথা চলছে।তাদের পর্যাপ্ত খাবার দরকার।তার জন্য সম্বর ও বার্কিং ডিয়ার প্রজাতির পর্যাপ্ত হরিণ রয়েছে। তবে দেখা যায় বাঘেদের অন্যান্য হরিণের চেয়ে চিতল হরিণ বেশি সুস্বাদু লাগে।\"
Annanya Dey