কুমারগ্রাম ব্লকের ধনটলীটাপু, রায়ডাক, তুরতুরি-সহ বেশ কয়েকটি চা বাগান ও কয়েকটি এলাকার বাসিন্দাদের কুমারগ্ৰাম আসতে হলে রায়ডাক দুই নদী পার হতে হয়। রায়ডাক দুই নদী পারাপারের একমাত্র ভরসা নৌকা। বর্ষাকালে নদীর জলস্তর বৃদ্ধি পেলে তখন নৌকা চলাচল করে না। তখন একপ্রকার গৃহবন্দী হয় মানুজন।
advertisement
প্রতিনিয়ত এলাকার কয়েকহাজার মানুষ ও ছাত্র-ছাত্রীদের এই নৌকা করে রায়ডাক দুই নদী পারাপার করে কুমারগ্ৰামে আসতে হয়। কেননা স্কুল, হাসপাতাল, ব্লক অফিস সব কুমারগ্ৰামে।দীর্ঘ কয়েক দশক ধরে এলাকার বাসিন্দারা এই নদীর ওপর সেতু নির্মাণ করার দাবি জানিয়ে আসছে কেন্দ্র ও রাজ্য উভয়ের কাছে।বাসিন্দারা জানান, শুধুই আশ্বাস মেলে। সেতু হয় না নদীর ওপর। বিপজ্জনক চলাচল করতে হয় তাঁদের।
এই রায়ডাক দুই নদীর সেতু নির্মাণ নিয়ে চলে রাজনৈতিক তরজা। শুধু একে অপরেরে উপর অভিযোগ পালটা অভিযোগ করে দলগুলি। রাজ্যসভা সাংসদ প্রকাশ চিকবড়াইক জানান, “বিজেপির পূর্বের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছিলেন সেতু হবে কিন্ত হয়নি।আমার বাড়ি এই স্থানেই, অসুবিধা আমরাই বুঝি।”
Annanya Dey





