রাজ্যের বিভিন্ন জেলা জুড়ে কুয়াশার দাপট। ঘন কুয়াশায় স্বাভাবিক ভাবেই কমেছে দৃশ্যমানতা। আর এই প্রবল কুয়াশা জলপাইগুড়িতে ঘটে গেল দুর্ঘটনা। জলপাইগুড়ি-শিলিগুড়ি জাতীয় সড়ক দশ দরগার কাছে ঘটে এই মর্মান্তিক ঘটনা। দুর্ঘটনার স্থলেই মৃত্যু হয় দুজনের। একজন গুরুত্বর আহত।
আরও পড়ুন: অবসর নিয়েছেন, তবে কাজ থেমে নেই! বানিয়েছেন ‘এই’ বিশেষ গাছ, দেখলে অবাক হবেন
advertisement
প্রবল কুয়াশায় ভাল করে কিছু না দেখতে পাওয়ার কারণে বাইক দুর্ঘটনার কবলে পরে মৃত্যু হয় ২ জনের আহত ১ জন। শুক্রবার রাত আটটা নাগাদ জাতীয় সড়ক দশদরগার কাছে স্কুটিতে থাকা একটি শিশু-সহ ৩ জন দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের চেষ্টায় তিনজনকে উদ্ধার করে তৎক্ষণাৎ জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর, বাইকে থাকা এক ব্যক্তি ও একটি শিশুকে তখনই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন: পোস্ত দানার ওপর রবীন্দ্রনাথ, কুমড়োর বীজের উপর আরও নানা বিখ্যাত ব্যক্তিদের ছবি! দেখলে অবাক হয়ে যাবেন
তাঁদের সঙ্গে থাকা এক মহিলা গুরুতর ভাবে আহত। যদিও এদের নাম বা পরিচয় জানা যায়নি, সেই চেষ্টা করছে পুলিশ। এলাকায় রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ট্রাফিক পুলিশের উপস্থিতি থাকার দাবি জানান বাসিন্দারা। ঘটনাস্থলে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা। ঘটনা তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।
সুরজিৎ