Paschim Medinipur News: অবসর নিয়েছেন, তবে কাজ থেমে নেই! বানিয়েছেন 'এই' বিশেষ গাছ, দেখলে অবাক হবেন

Last Updated:

কাজ থেকে অবসর নিয়েছেন তবে দায়িত্ব অনেক গুনে বেড়ে গিয়েছে তাঁর। বিদ্যালয়ের কর্মজীবন শেষ করে বাড়িতেই শুরু করেছেন গাছের পরিচর্যা।

+
বনসাই

বনসাই এর পরিচর্যায় অতুল বাবু

পশ্চিম মেদিনীপুর: কাজ থেকে অবসর নিয়েছেন তবে দায়িত্ব অনেক গুনে বেড়ে গিয়েছে তাঁর। বিদ্যালয়ের কর্মজীবন শেষ করে বাড়িতেই শুরু করেছেন গাছের পরিচর্যা। সকাল হোক কিংবা সন্ধ্যা নিয়মিত সময় দিয়ে তৈরি করেছেন একাধিক গাছের বনসাই। এভাবেই গাছের সঙ্গে এবং বনসাই করে সময় কাটছে এক অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিকের। বট, অশ্বত্থ, আম, বকুল গাছের বনসাই তৈরি করেছেন তিনি। স্নান, খাওয়ার সময়টুকু বাদ দিয়ে বাকি সময় কাটে গাছের পরিচর্যায়।
পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা তথা বেলদা গঙ্গাধর একাডেমির অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক অতুলচন্দ্র জানা। নিজের বাড়িতেই স্বল্প পরিসরে তিনি একদিকে যেমন ফুলের বাগান সাজিয়েছেন, অন্যদিকে সারাদিন পরিশ্রমে তৈরি করছেন বনসাই। বট, বকুল, আমের মত একাধিক গাছের প্রায় ১৫ থেকে ২০টি বনসাই রয়েছে তার বাড়িতে।
advertisement
advertisement
ছোট পাত্রে বড় আকারের গাছকে ছোট করে রাখা এবং তার পরিচর্যা করে রাখাকে বলা হয় বনসাই। মূলত গাছের স্বাভাবিক বৃদ্ধি আটকে,  একটি গাছকে বড় করে সুদৃশ্য করে তোলাকে বনসাই বলে ধরা হয়। তবে সেই কাজ অত্যন্ত কষ্টসাধ্য। ছোট থেকেই ইচ্ছে থাকায় অতুল বাবু নিজের বাড়িতেই বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করেছেন নানান গাছের বনসাই। বাড়িতেই সাজিয়ে রেখেছেন সেই গাছগুলো। সকাল, দুপুর কিংবা বিকেল, গাছের সঙ্গেই সময় কাটে তার।
advertisement
পেশা গ্রন্থাগারিক হলেও নেশা গাছ লাগানো। প্রায় বছর ছয় আগে অবসর গ্রহণের পর তিনি বাড়িতেই বনসাই তৈরি করছেন। কীভাবে তৈরি করা যায় এই বনসাই, অতুল বাবু জানালেন বিস্তারিত। বিক্রি নয় শখের বসে বাড়ির উঠোন কিংবা ছাদে তৈরি করছেন বনসাই। অতুলবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Paschim Medinipur News: অবসর নিয়েছেন, তবে কাজ থেমে নেই! বানিয়েছেন 'এই' বিশেষ গাছ, দেখলে অবাক হবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement