জানা গিয়েছে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে আইনি জটিলতায় আলিপুরদুয়ার চত্বরে হাসপাতালের বর্জ্য পদার্থের স্তুপ তৈরি হয়েছে। সমস্যায় জেলা হাসপাতালে আসা রোগী ও রোগীর পরিবারের সদস্যরা। গত ২২ জানুয়ারি রাজ্যের মুখ্যসচিব জেলা হাসপাতাল পরিদর্শন করে পরিস্থিতি খতিয়ে দেখেন এবং সমস্যা সমাধানের নির্দেশ দেন।
এরপরে উদ্যোগ নিয়েছে জেলা স্বাস্থ্য দফতর। আবর্জনা সরানোর জন্য খরচ হতে পারে, প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকা। জেলা প্রশাসনের কাছে একটি বেসরকারি কোম্পানি এমন প্রস্তাব দিয়েছে। এই কোম্পানি বিভিন্ন হাসপাতালের সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে আবর্জনা সরানোর জন্য। জেলা হাসপাতালে প্রায় ১৫ বছর থেকে আবর্জনা জমে রয়েছে। প্রায় এক হাজার মেট্রিক টন আবর্জনা রয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কখনও হবে না টাকার অভাব! উপচে পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ৭ ম্যাজিকেই স্বপ্নপূরণ!
ওই জায়গায় প্রায় আশি থেকে নব্বইটি গাড়ি থাকতে পারে। প্রতি কেজি আবর্জনা নেওয়ার একটি দর দেওয়া হয়েছে। হাসপাতালের ওই আবর্জনাকে মিশ্র আবর্জনা হিসেবে ধরা হয়েছে। যেখানে বায়োমেডিকেল বর্জ্য ও সাধারণ আবর্জনা রয়েছে। আলিপুরদুয়ার জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সুমিত গাঙ্গুলী জানান,” ওই কোম্পানির তরফে যে বাজেট করা হয়েছে তা নিয়ে আলোচনা করার জন্য রাজ্যে জানানো হবে। তারপর সিদ্ধান্ত নেওয়া হবে।”
Annanya Dey





