কখনও হবে না টাকার অভাব! উপচে পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ৭ ম্যাজিকেই স্বপ্নপূরণ!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
If You Doing This 7 Things Then you will never be short of money: টাকা রোজগার করতে কে না চায়। ভাল খেয়ে-পরে থাকাটা অন্যাও নয়। যতই থাক টাকা কারও কখনও বেশি হয় না। তবে যাদের টাকার অভাব রয়েছে, আর্থিক অনটনের কারণে নানা সমস্যা ভুগছেন তাদের জন্য রইল টিপস।
advertisement
advertisement
advertisement
মোহিনী বা ক্র্যাসুলা গাছ বাড়ির পূর্ব বা উত্তর দিকে লাগানোকে শুভ বলে মনে করা হয়। ক্র্যাসুলা গাছ ঘরের প্রধান দরজাতেও লাগাতে পারেন। বসার ঘরেও এই গাছ লাগানো যায়। ক্র্যাসুলাকে মানি ট্রি বলা হয় বাস্তুশাস্ত্রে। এই গাছ লাগালে ঘরে সুখ-সমৃদ্ধি-টাকা আসে। এই গাছের বেশি দেখভাল করারও দরকারও পড়ে না। তবে দক্ষিণ দিকে লাগাবেন না এই গাছ।
advertisement
বাস্তু অনুসারে বাড়িতে স্নেক প্ল্যান্ট লাগালেও সুখ সমৃদ্ধ আসে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে, পূর্ব বা দক্ষিণ দিকে স্নেক প্ল্যান্ট রাখা শুভ বলে মনে করা হয়। এটি অগ্রগতি নিয়ে আসে। এছাড়া এই গাছটি স্টাডি রুমে রাখা খুবই শুভ। টেবিলের কাছে রাখলে পড়াশোনায় কোনো সমস্যা হবে না।
advertisement
advertisement
advertisement
বেল গাছ লাগালেও আর্থিক সমৃদ্ধি ঘটে বাস্তু মতে। বাড়ির সামনের অংশে আপনি বেল পাতার একটি চারা রোপণ করতে পারেন। বাড়ির মূল দরজার ডানদিকে বেল গাছ লাগাতে পারলে সবথেকে ভাল। এই গাছটিকে ভগবান শিবের প্রিয় বলে মনে করা হয়। শিবের পুজোয় শুধুমাত্র বেল পাতাই দেওয়া হয়। ফলে বেল গাছ লাগালে ধন-সমৃদ্ধি লাভ হতে পারে।
advertisement