প্রতিযোগিতায় ৬৫ কেজি ক্যাটাগরিতে তিনি ব্রোঞ্জ মেডেল জিতেছেন সরফরজা। দশ বছর বয়স থেকেই সরফরাজ ভালোবাসেন মার্শাল আর্টকে। পাশাপাশি তার এই ক্যারাটের প্রতি আগ্রহকে সমর্থন জানিয়ে এসেছে পরিবারও। ফলত ক্রীড়াক্ষেত্রে এগিয়ে যাওয়ার উৎসাহ পেয়েছিলেন সহজেই। সরফরাজের বর্তমান বয়স ২৩, মধ্যমগ্রাম হুমাইপুর পাঁচপুকুরে বাড়ি তাঁর। তিনি শুধু যে একজন ক্যারাটেকা তা শুধু নয়। একইসঙ্গে সরফরাজ নিজে একজন মার্শাল আর্ট প্রশিক্ষকও।
advertisement
আরও পড়ুনঃ Exclusive: সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্কুলের জমি দখলের চেষ্টা, হুমকি নিরাপত্তারক্ষীদের, থানায় অভিযোগ দায়ের
সরফরাজের কাছে ক্যারাটে শিখতে আসে ক্ষুদে ছেলে মেয়েরাও। তাঁর প্রশিক্ষণ কেন্দ্রে ছাত্রসংখ্যা এখন ৮০-র বেশি। এই সাফল্যের পর তিনি বলেন,”সব মিলিয়ে অভিজ্ঞতা খুব সুন্দর। একজন ভারতীয় খেলোয়াড় হিসেবে গর্ববোধ হচ্ছে।” আগামীর পরিকল্পনা সম্পর্কে সরফরাজ জানান, “এরপর আগামীতে আরও ভাল জায়গায় খেলতে হবে। কমনওয়েলথগেমস আছে, বিশ্ব চ্যাম্পিয়নশিপ রয়েছে। আমি প্রস্তুতি নেব, যদি আর্থিক সাহায্য পাই, তাহলে খেলতে পারবো।” এলাকার ছেলের এই সাফল্যে গর্বিত স্থানীয়রাও।
Rudra Narayan Roy